পঞ্চখণ্ড আই প্রতিবেদক : বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম বলেছেন, প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ বন্ধ ও শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ রক্ষা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি করেছে। সরকার ও স্থানীয় প্রশাসন শিক্ষকদের পাশে রয়েছে।
আজ (২৯ আগস্ট) বিয়ানীবাজার উপজেলা কনফারেন্স হলরূমে বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান এর সঞ্চালনায় মাধ্যমিক স্তরের সকল স্কুল, মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মত বিনিময় সভায় এ বক্তব্য রাখেন।
তিনি আরও বলেন, দেশে রাজনৈতিক পট পরিবর্তনে শিক্ষাপ্রতিষ্ঠানেও এর প্রভাব পড়েছে। শিক্ষকদের জোর করে পদত্যাগ ও অপদস্ত করার নেপথ্যে সুবিধাভোগী উৎসুক শক্তি ফায়দা নিতে চাচ্ছে। আপনারা সজাগ থেকে নিজ নিজ দায়িত্ব পালন করে যান। জেলা প্রশাসকদের কাছে জোর করে বদলি করা শিক্ষকদের তালিকা চাওয়া হয়েছে। এ মর্মে পরিপত্রও জারি করা হয়েছে।
সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর বক্তব্য শেষে মাধ্যমিক স্কুল-মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানগণের পক্ষ থেকে দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান ধন্যবাদ জানিয়ে বলেন, যে সন্তানেরা পদত্যাগের নামে এক বাবাকে শাস্তি দিতে গিয়ে তারা তাদের অসংখ্য ভাই-বোনের রিজিক বন্ধের হাতিয়ার হয়ে উঠেছে। এটা অন্যায় ও অনতিবিলম্বে এ ধারা বন্ধ হওয়া দরকার।
এদিকে দুপুর ১২টায় বাশিস কার্যালয়ে বাংলাদেশ মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধান পরিষদ, বিয়ানীবাজার উপজেলা শাখার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। বক্তাগন এ সভায় চলমান পরিস্থিতিতে শিক্ষকদেরকে ঐক্যবদ্ধ হয়ে সম্মানজনক অবস্থান রক্ষায় এগিয়ে আসার আহবান জানানো হয়। এছাড়া নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থী-শিক্ষক সম্পর্ক জোরদার করা ও ছাত্রজনতার বিজয়কে গতিশীল রাখার লক্ষ্যে স্বচ্ছতা আনয়ের উপর জোর দেয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ রক্ষার কার্যক্রমে কেউ অনধিকার চর্চা করে কোনরূপ বাধা সৃষ্টি করলে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবহিত করা এবং প্রয়োজনে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানসহ মানববন্ধন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধান পরিষদ, বিয়ানীবাজার শাখার সভাপতি শিক্ষাবিদ ও কলামিস্ট মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব অসীম কান্তি তালুকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাশিস সভাপতি আব্দুদ দাইয়ান, বিয়ানীবাজার পঞ্চখণ্ড সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুদ হাছিব জীবন, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালিক, বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হক, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম সেলিম, পূর্ব মূড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আহমদ, লাউতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন, নালবহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডি এম হাই স্কুলের প্রধান শিক্ষক মো: মাহফুজুর রহমান মোল্লা, আছিরগঞ্জ উচ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো: শফিউল আলম, কুশিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, দেউলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিফতাহুল বর চৌধুরী, দুবাগ স্কুল এণ্ড কলেজ এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ ম সফিউল করিম, খলিল চৌধুরী গার্লস একাডেমির প্রধান শিক্ষক মো: করিম খান, শেওলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল হক, পাতন আব্দুল্লাহপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মুহাম্মদ, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ললিত মোহন বিশ্বাস, কুড়ারবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, জলঢুপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুছব্বির, সৈয়দা ফারহানা হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন আহমদ চৌধুরী, মুল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ চক্রবর্তী, বাহাদুর পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্নময় দাস, বিবিরাই নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দি নিউ জেনারেশন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মানিক মিয়া, হাজি ফয়জুর রহমান একাডেমির প্রধান শিক্ষক আবুল কালাম, পঞ্চখণ্ড আঙ্গুরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মুহাম্মদ হাকিম আহমদ, মাথিউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খসরুল আলম, বাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান, গোবিন্দ শ্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, চারখাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রশিদ, তেরাদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমুখ।