প্রেসবিজ্ঞপ্তি: সিলেটের বিয়ানীবাজারে রাজনৈতিক মামলায় ৫ সাংবাদিককে আসামীভুক্ত করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিয়ানীবাজার উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। হয়রানির হীন উদ্দেশ্যে দায়ের করা এই মামলা থেকে দ্রুত পাঁচ সাংবাদিকদের নাম প্রত্যাহারের দাবী জানান তারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এক জরুরী সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দরা জানান, সাংবাদিকরা কারো শত্রু নয়। তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সকল পক্ষের সাথে যোগাযোগ রাখেন। পেশাগত দায়িত্বের প্রয়োজনে তাদেরকে শত্রু মনে করা কারো জন্য উচিত নয়।
বিয়ানীবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম. হাসানুল হক উজ্জ্বলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলামের পরিচালনায় সভায় সিদ্ধান্ত হয়, মামলা থেকে সাংবাদিকদের নাম প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। প্রয়োজনে ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে কঠিন কর্মসূচি দেয়া হবে। সভায় আরোও বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, ইত্তেফাক প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আব্দুল খালিক, সহ-সভাপতি হাসান শাহরিয়ার, যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয় ও মাসুম আহমদ, কোষাধ্যক্ষ মুকিত মুহাম্মদ, সদস্য আবুল হাসান, কুড়ার বাজার কলেজের প্রভাষক বিজিত আচার্য, সংগ্রাম প্রতিনিধি মুহাম্মদ আব্দুল হামিদ, আগামী প্রজন্ম’র ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন, ম্যাপ টিভির সিইও আমাদের সময় প্রতিনিধি সামিয়ান হাসান, আমার সংবাদ প্রতিনিধি জসীম উদ্দিন, দিবালোক’র স্টাফ রিপোর্টার ইমাম হাসনাত সাজু, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ ওমর, সহ-সভাপতি সাদিক হোসেন এপলু, সাধারণ সম্পাদক আমিনুল হক দিলু, আগামী প্রজন্ম’র স্টাফ রিপোর্টার ছাবির খান, বিয়ানীবাজার টিভির আহমদ এহসানুল কাদির, সিলেট ভিউ ২৪ ডটকম-এর হাফিজুর রহমান, ম্যাপ টিভির মুশফাকুর রহমান, সাংবাদিক আলম শাওন, সাংবাদিক আব্দুল করিম প্রমুখ।
প্রসঙ্গত, গত ২০শে আগস্ট জনৈক নারী বাদী হয়ে বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্রাচার্য, সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াদুদ, সাংবাদিক ছাদেক আহমদ আজাদ, সাংবাদিক মিসবাহ উদ্দিন ও সাংবাদিক মহসিন রনির নাম একটি রাজনৈতিক মিথ্যা মামলায় অন্তর্ভুক্ত করা হয়। ওই মামলার অভিযোগের বিষয়বস্তুর সাথে উল্লেখিত সাংবাদিকদের কোন সংশ্লিষ্টতা নেই।