আতাউর রহমান :
কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এক দফা দাবিতে পরিণত তৎপরবর্তী গত ৫ আগস্ট বিগত সরকারের পতন ঘটে।
সরকার পতন পরবর্তী চলমান প্রেক্ষাপটে দেশে এখন সকল স্তরে বিরাজমান বৈষম্য সংস্কারের কাজ চলছে। আন্দোলনকারী ছাত্র-জনতা একটি অর্থবহ গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে রাজনৈতিক, প্রশাসনিক, সাংবিধানিক, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের পক্ষে। এই সংস্কারগুলোর প্রতি নাগরিক সমাজের জোরালো সমর্থন রয়েছে। এ মুহুর্তে পুরনো কায়দায় বাংলাদেশ স্কাউটস বিয়ানীবাজার উপজেলার কার্যক্রমেও সংস্কার প্রয়োজন। কারণ, সংখ্যাগরিষ্ঠতার জোরে মাধ্যমিক স্তরের স্কুল-মাদ্রাসা ব্যতিরেকে একলা চলন নীতির কমিটি গঠনে যথেষ্ট ঝুঁকি রয়েছে। প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা স্তরের অবস্থান যেখানে স্পষ্ট নয় ; সেখানে সংস্কারের কাজ আগে প্রয়োজন। একগুয়েমি স্টাইলে কমিটি গঠনের তাড়াহুড়া কোন শুভ লক্ষ্মণ নয়। সংস্কারের স্বার্থে সময় দেওয়া দরকার।
লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির কাজে অন্তবর্তীকালীন সরকার দেশের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিচ্ছেন। এ মুহুর্তে আগামীকাল ২১ আগস্ট ২০২৪ আহবান করা হয়েছে বিয়ানীবাজার উপজেলা স্কাউটস’র মুলতবি কাউন্সিল। এ মুহুর্তে তো লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি জরুরি। সেই নিরিখে সংস্কারের মাধ্যমে বিয়ানীবাজার উপজেলার স্কাউট, কাব, রবার স্কাউট প্রয়োজনে পৃথক পৃথক পরিচালনার দাবি উঠতেই রাখে।
উপজেলার স্কাউটস সম্প্রসারণে বিগত কমিটির উপজেলা কমিশনার ছিলেন প্রাথমিক স্তরের শিক্ষক। এই পদটি মেয়াদান্তে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে রটেসনে বন্টনের প্রস্তাবেও সুরাহা হয়নি। বর্তমান কমিশনারের দাবি যেকোনো মূল্যে এই পদেই থাকতে হবে। ফলে কমিটি গঠনে কোন সমজোতাই আর কাজে আসছে না।
স্কাউটস, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের অধীনস্ত একটি স্বেচ্ছাসেবামূলক, অরাজনৈতিক, শিক্ষামূলক আন্দোলন। এ আন্দোলন বাঁচতে বাংলাদেশ স্কাউটস বিয়ানীবাজার উপজেলা পর্যায়ের সকল স্তরে সচেতনতার প্রয়োজনীয়তা রয়েছে।
বাংলাদেশ স্কাউটস বিয়ানীবাজার উপজেলার ১৩তম ত্রি-বার্ষিক কাউন্সিল গত ১৮ জুলাই অনুষ্ঠিত হলেও
দ্বিতীয় অধিবেশনে পক্ষপাতী রীতিতে কমিটি গঠনের কার্যক্রম অমিমাংসিত হয়ে পড়ে। ফলে বাংলাদেশ স্কাউটস, বিয়ানীবাজার উপজেলা সভাপতির (উপজেলা নির্বাহী অফিসার) নির্বাহী ক্ষমতার উপর পরবর্তী কার্যক্রম অর্পিত হয়।
গেল কাউন্সিল অধিবেশন চলাকালে উপজেলা স্কাউটস এর সেক্রেটারি আব্দুল অদুদ এ প্রতিবেদককে জানান, বাংলাদেশ স্কাউটসের গঠন ও নিয়মের ১৯২ ধারা অনুযায়ী নির্বাহী কমিটির মেয়াদ আগামী ৭ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ অতিক্রম হবে। সেই নিরিখে দেশের সংস্কারের পাশাপাশি লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা প্রয়োজন। আর স্কাউট কমিটির মেয়াদ উত্তীর্ণ মুহুর্তে মাধ্যমিক স্তরের স্কুল-মাদ্রাসার শিক্ষকদের অভিমত, এডহক কমিটি গঠিত হোক। দেশের রিফর্ম কার্যক্রমকালীন তাড়াহুড়ো ছাড়াই এডহক কমিটির মাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।
যে এডহক কমিটিতে থাকবেন আহবায়ক পদে উপজেলা নির্বাহী অফিসার (পদাধিকার বলে) ও সদস্য সচিব এর দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। এছাড়া ৭ জন সদস্য থাকবেন। তন্মধ্যে সভাপতি মনোনীত ৫ জন স্কাউটার, জেলা স্কাউটের ১ জন প্রতিনিধি ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অন্তর্ভুক্ত হবেন। এই কমিটির মাধ্যমে সার্বজনীন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হোক ও বিয়ানীবাজার উপজেলা স্কাউটস হোক স্বেচ্ছাসেবামূলক, অরাজনৈতিক, শিক্ষামূলক একটা আন্দোলন।