পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীমের সাথে সাক্ষাৎকালে উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম বলেন, জন্মমাটিকে যারা কলুষিত করে, তারা সকলের শত্রু, দেশের শত্রু।গত ৫ আগষ্ট ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনের দিনে উপজেলা ও থানা কমপ্লেক্সে ঘটে যাওয়া নাশকতা কোন উল্লাসের কাজ নয়। তাই লুটপাট করা মালামাল অভিলম্বে ফিরিয়ে দেয়ার জন্য সংশ্লিস্ট সবার প্রতি অনুরোধ জানান উপজেলা জামায়াতে আমীর।
জামায়াত নেতৃবৃন্দ পরবর্তীতে উপজেলা প্রশাসনের ক্ষতিগ্রস্থ বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং মর্মাহত হন। সাক্ষাতকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক নায়েব আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, উপজেলা সেক্রেটারী আবুল কাশেম, বর্তমান নায়েব আমীর মোস্তফা উদ্দিন, পৌর আমীর কাজী জমীর হোসাইন, লাউতা ইউপি চেয়ারম্যান মো: দেলোওয়ার হোসেন ও মুড়িয়া ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।
এদিকে মঙ্গলবার দিনভর বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন স্থানীয় ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। তারা মন্দিরের সেবায়েতদের সাথে সাক্ষাৎ করে অভয় দেন এবং প্রয়োজনে যেকোন সহায়তার প্রতিশ্রুতি দেন।
এদিকে দেশের চলমান পরিস্থিতিতে বিয়ানীবাজারে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনে পাহারা বসাবে উপজেলা ও পৌর বিএনপি। এখানকার পরিবেশ অশান্ত করার সুযোগ কাউকে দেয়া হবেনা এবং বিশৃংখলা ও নাশকতাকারীদের শক্ত হাতে প্রতিরোধ করা হবে। বিয়ানীবাজার পৌরশহরের একটি রেষ্টুরেন্টে মিষ্টি বিতরণ অনুষ্টানে(৬ আগস্ট) আয়োজিত এক আনন্দ সভায় বক্তারা কথাগুলো উচ্চারণ করেন।
বিএনপি নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগের নেতৃত্বাধীন ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রহীন দেশকে লুটেপুটে খেয়েছে। বৈষম্যের রাজনীতি শুরু করে দেশকে একনায়কতন্ত্রে পরিণত করে রাখেন শেখ হাসিনা। তার এমন কুৎসিত পতনে বিশ্ববাসী উদ্বেলিত।
বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আনন্দ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন
বিয়ানীবাজার পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের পিন্টু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী হাসান, জেলা বিএনপি নেতা এনাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সাবেক সহ-সভাপতি আব্দুস সবুর, সাবেক সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, সাবেক প্রচার সম্পাদক কামাল হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, বিএনপি নেতা আব্দুল হালিম রানা, গুলজার আহমদ রাহেল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, সাবেক সহ-সাধারণ সম্পাদক তানভীর আহমদ, বিএনপি নেতা হোসেন আহমদ হুসু, যুবদল নেতা হোসেন আহমদ দুলন, দৌলা হোসেন সুভাষ, কামরুজ্জামান প্রমুখ।