পঞ্চখণ্ড আই ডেস্ক : দীর্ঘ ৩৭ বছরেরও বেশী সময় শিক্ষকতা করেছেন জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান। গত ১৪ জানুয়ারি তার শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে দাপ্তরিক বিদায় নিলেও আজ (২৬ জানুয়ারি) প্রিয় শিক্ষককে অবসর জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ ও বর্তমান-প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা।
সংবর্ধিত অতিথি বিদায়ী প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান বলেন, আজকের আয়োজন আমার জীবনের এক স্মরণীয় দিন। আমি সকলের কাছে ঋণী হয়ে গেলাম। শিক্ষক হিসেবে আমি আনন্দিত। আমার শিক্ষার্থীরা দেশের কল্যাণে অনেক বড় বড় জায়গা থেকে ভূমিকা রাখছেন। তিনি তার শিক্ষার্থীদের মাঝে নিজের কাজের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন আজীবন।
বিদায়ী প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান ১৯৮৮ সালের ১ ফেব্রুয়ারি কানাইঘাট মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ে নিজের শিক্ষকতা জীবন শুরু করেন। ১৯৮৮ সনের ০১ সেপ্টেম্বর আবার সহকারী শিক্ষক হিসেবে জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ে যোগদান দেন। একই প্রতিষ্ঠানে ১৯৯৫ সনে সহকারী প্রধান শিক্ষক পদে ও ২০১৮ সনে প্রধান শিক্ষক পদে অধিষ্ঠ হয়ে ২০২৫ সনের ১৪ জানুয়ারি পর্যন্ত সফলতার সহিত ৩৭ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসর গ্রহন করেন। তিনি ইংরেজি বিষয়ে পাঠদান করতেন। শিক্ষার্থীদের কাছে তিনি খুবই জনপ্রিয় স্যার ছিলেন। এ জনপ্রিয়তার ছোঁয়ায় তিনি বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হন।
বিয়ানীবাজার উপজেলার জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয় চত্ত্বরে চারখাই ইউনিয়নের বার বার নির্বাচিত প্রাক্তন চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এখলাছ-ই-এলাহী, বিয়ানীবাজার প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি ও দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান, বিয়ানীবাজার বালিকা স্কুল এণ্ড কলেজ এর প্রধান শিক্ষক অসীম কান্তি তালুকদার, অত্র প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক জালাল উদ্দীন, বাগবাড়ি মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান মুক্তা। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ছাইদুল ইসলাম।
শিক্ষকতা জীবনের সংবর্ধনা অনুষ্ঠানে তার সহকর্মীদের পাশাপাশি উপস্থিত হন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষককে অশ্রুসজল নয়নে বিদায় দেন তারা। এ সময় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের।
অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক মোঃ বেলাল আহমদ ও সহকারী শিক্ষক সাজিদুর রহমান এর যৌথ পরিচালনায় বদরুল হক চৌধুরী কল্যাণ ট্রাস্টের এর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী শিক্ষক জজ মিয়া, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মো: মিনহাজুল ইসলাম চৌধুরী, অভিভাবকদের পক্ষে কাজী মাওলানা আবুল কাশেম, প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে খালেদ আহমদ, বর্তমান শিক্ষার্থীদের পক্ষে তানিয়া আক্তার তারিন, নাঈমা রহমান, মোর্শেদা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিয়ানীবাজার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান বলেন, যেকোনো বিদায় বেদনার, কষ্টের। আব্দুল দাইয়ান স্যারের মতো শিক্ষক এদেশের সম্পদ, তারাই সোনার মানুষ গড়ার কারিগর। তার অনুপস্থিতিতে এ বিদ্যালয় তার শুন্যতা অনুভব করবে। আমি তার অবসর জীবনের মঙ্গল কামনা করি। আর এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ সকলকে ধন্যবাদ জানাই।
দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলামিস্ট আতাউর রহমান বলেন, আব্দুদ দাইয়ান তাঁর কর্মজীবনে অনেক সফল শিক্ষার্থীকে আলোর পথ দেখিয়েছেন, সত্যিকারের মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন। তিনি শুধু শিক্ষক নন, তিনি একজন সমাজ সংস্কারক, পথ প্রদর্শক ও শিক্ষার্থীর স্বপ্নদ্রষ্টা। তার মুখের অবয়বে ক্লান্তি স্পর্শ করে নাই।
আজকের এ অনুষ্ঠানের বিদায়ী প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান-কে উদ্দেশ্য করে বক্তব্য দেয়া বর্তমান শিক্ষার্থী জানালেন, স্যারকে আর কোনোদিন ক্লাসে পাবে না, এমন ভাবতেই খারাপ লাগছে। সহকর্মীরা জানালেন তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক সহযোগিতা পেয়েছি। তার ন্যায়পরায়নতা, কর্মদক্ষতা, সততা ও সময়ানুবর্তিতা আমাদের অনুপ্রেরণা যোগাবে। এ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে তিনি নিজের সন্তানের মতো যোগ্য করে গড়ে তুলেছেন। তারা স্যারের অবসর জীবনের মঙ্গল কামনা করেন।
সিনিয়র শিক্ষক মোঃ বেলাল আহমদ ও সহকারী শিক্ষক সাজিদুর রহমান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান, বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল হক, চারখাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হেকিম, শেওলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, রহমতিয়া ফার্মার সত্ত্বাধিকারী আবুল খায়ের, সসমাজসেবী খয়রুল ইসলাম ও লোকমান আহমদ-সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যগণ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
১০ম শ্রেণির শিক্ষার্থী মিজানুর রহমানের পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন পরবর্তী এরপর বিদায়ী শিক্ষককের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে ১০ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া সুলতানা সাদিয়া। এরপর তার হাতে তুলে দেয়া হয় বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের দেয়া সম্মানসূচক ক্রেস্ট। শিক্ষার্থীরা বিদায়ী গানের মাধ্যমে প্রিয় প্রধান শিক্ষকের স্মৃতিচারণ করেন। শিক্ষাগুরুকে পুষ্পমাল্য পরিয়ে নগদ অর্থসহ বিভিন্ন উপহার দিয়ে সম্মাননা দেন তার শিষ্যরা।