1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন বেতন কাঠামোসহ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ৯ দাবি কোরআন সর্বোচ্চ পবিত্র ও মর্যাদাসম্পন্ন একটি গ্রন্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৪ লাখ ৭৮ হাজার টাকা জনগণের সেবায় সিটি করপোরেশন ও পৌরসভায় ‘ফুল টাইম’ প্রশাসক নিয়োগ দেয়া হবে : উপদেষ্টা এ এফ হাসান আরিফ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি বিয়ানীবাজার শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ইউনিয়ন পরিষদ বাতিলের বিষয়ে যা বললেন স্থানীয় সরকার উপদেষ্টা বিয়ানীবাজার মনিটরিংয়ে ৬৮ হাজার টাকা জরিমানা পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাইয়ে বিপ্লবের ছবি ও গ্রাফিতি উপদেষ্টা সাখাওয়াতের মিথ্যা সাক্ষাৎকার তৈরি ও প্রচারকারী গ্রেপ্তার

বেসরকারি নিয়োগ কমিটিতে সরকারি প্রতিনিধির সংখ্যা বাড়লো

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৮ বার পড়া হয়েছে

বেসরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ ও স্কুলের প্রধান শিক্ষক-সহকারী প্রধান শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়োগ কমিটিতে সরকারি প্রতিনিধির সংখ্যা বাড়ানো হয়েছে। অধ্যক্ষ-উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক-সহকারী প্রধান শিক্ষক নিয়োগ কমিটিতে জেলা প্রশাসকের নতুন প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল সোমবার এ নির্দেশিকাটি প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্র বলছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান ও কর্মচারী নিয়োগে স্বচ্ছতা আনতে এ নির্দেশিকা বা নির্দেশমালা জারি করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধান, কর্মচারী নিয়োগ প্রক্রিয়া, কমিটি, পরীক্ষা, মানবণ্টন, সিলেবাস কী হবে সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে।

জানা গেছে, নতুন নির্দেশমালা বা নির্দেশিকা অনুসারে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ কমিটিতে জেলা প্রশাসকের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে। একইভাবে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে কর্মচারী নিয়োগ কমিটিতেও ডিসির প্রতিনিধি যুক্ত করা হয়েছে।

আগে এ দুই কমিটিতে সভাপতি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি, সদস্য হিসেবে ছিলেন ডিজির প্রতিনিধি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সদস্য সচিব হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান। এ দুই কমিটিতেই ডিসির প্রতিনিধি যুক্ত করে সরকারি প্রতিনিধির সংখ্যা একজন বাড়ানো হলো।

উচ্চ মাধ্যমিক কলেজ ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ ও কর্মচারী নিয়োগ কমিটিতে দুজন নতুন সরকারি প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে নির্দেশমালায়। আগে এ দুই কমিটিতে সভাপতি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি, সদস্য হিসেবে ছিলেন ডিজির প্রতিনিধি ও সদস্য সচিব হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান বা প্রধান। এ দুই কমিটিতে ডিসির প্রতিনিধি ও শিক্ষা বোর্ডের প্রতিনিধি যুক্ত করে সরকারি প্রতিনিধির সংখ্যা দুইজন বাড়ানো হয়েছে।

আর ডিগ্রি কলেজের কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ ও কর্মচারী নিয়োগ কমিটিতে দুজন নতুন সরকারি প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে নির্দেশিকায়। আগে এ দুই কমিটিতে সভাপতি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি, সদস্য হিসেবে ছিলেন ডিজির প্রতিনিধি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও সদস্য সচিব হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান বা প্রধান। এ দুই কমিটিতে ডিসির প্রতিনিধি যুক্ত করে সরকারি প্রতিনিধির সংখ্যা একজন বাড়ানো হয়েছে।

এ ছাড়া এ নির্দেশিকা প্রতিষ্ঠান প্রধান বা কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষা কীভাবে হবে, সিলেবাস কী হবে, নিয়োগ কীভাবে হবে সে বিষয়ে বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে নির্দেশিকায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট