পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজারে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করতে যাচ্ছেন গোলাম মুস্তাফা মুন্না। প্রাপ্ত সূত্রমতে, তিনি আগামী সপ্তাহে এই উপজেলায় যোগদান করবেন বলে জানা গেছে।
৬ নভেম্বর সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী (এনডিসি) স্বাক্ষরিত সরকারি এক প্রজ্ঞাপনে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে দায়িত্ব দেয়া হয়। তিনি বর্তমান ইউএনও কাজী শামীম-এর স্থলাভিষিক্ত হবেন।
ইউএনও গোলাম মুস্তফা মুন্না বর্তমানে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার পদে আদেশাধীন ছিলেন। এর পূর্বে তিনি সনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় ইউএনও’র দায়িত্ব পালন করেন।
গোলাম মুস্তফা মুন্না ২০২২ সালের ১৭মে থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার (সাধারণ শাখা, স্থানীয় সরকার শাখা, আরএম শাখা, তথ্য ও অভিযোগ শাখা) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৩৫ তম বিসিএস এর কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্নার বাড়ি চট্টগ্রাম জেলায়।