1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পার্কে অবৈধ বিশ্রামে ১৬ কিশোর-কিশোরী আটক, ৮ জনের বিয়ে আগামী বুধবার প্রয়াত ফুলতলী পীরের ঈসালে সাওয়াব মাহফিল শিক্ষক এনামুল মজিদ এর মৃত্যুতে বাশিস ও প্রতিষ্ঠান প্রধান পরিষদ, বিয়ানীবাজার উপজেলা নেতৃবৃন্দের শোকবার্তা প্রসঙ্গ: ইএফটি’র বেতন ভোগান্তি ও প্রত্যাশা চাকরিজীবীদের বেতন বৃদ্ধি: জানুন কার কত বাড়ছে বিয়ানীবাজার বিএনপির ৬১ নেতাকর্মী খালাস পেলেন বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার সিলেটস্থ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও মেধা বৃত্তি অনুষ্ঠান সম্পন্ন বিয়ানীবাজার সমবায় মার্কেটের নতুন কমিটি গঠিত ২০২৪ এসএসসি ও এইচএসসি উত্তীর্ণদের শ্রীধরা জনমঙ্গল সমিতির সংবর্ধনা

কবি আবনুর নূর রচিত ‘স্বপ্নবাজ মানুষেরা’ কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৪ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি:

ইমরান আহমদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. এনামুল হক সরদার বলেছেন, কবিতার ভেতরের যে জগৎ, তা অতি অবশ্যই দুর্জ্ঞেয় এবং অতলান্ত। শব্দে রচিত, কিন্তু শব্দাতীত এক বোধের উৎস। একটি চরণে বিধৃত যে ছবি, তা এক এক সময় এক এক ধরনের উপলব্ধি এনে দিতে পারে। কবিতা কোনোমতেই সাদামাঠা কোনো শব্দসমষ্টি নয়, এ এক জীবন্ত সত্তা। তিনি বলেন, পাঠকের মনের গহন কোণে সুরমূর্ছনা তোলে কবিতা, রেশ থেকে যায়, দুঃখ-সুখের ছন্দায়িত দোলায় পাঠক মন উন্মন করে তোলে।

আজ বুধবার(১১ ডিসেম্বর) রাতে বিয়ানীবাজারে কবি আবনুর নূর রচিত ‘স্বপ্নবাজ মানুষেরা’ কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন অনু্ষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পৌরশহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে বিয়ানীবাজার জার্নালিস্টস এসোশিয়েশন।

কবি ওয়ালী মাহমুদের সভাপতিত্বে এবং বিয়ানীবাজার জার্নালিস্টস এসোশিয়েশনের সভাপতি এম এ ওমরের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট সরকারি কলেজের অধ্যাপক অধ্যক্ষ সাব্বির আহমদ, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যাপক শহীদুল আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক শাহ আলম, সাবেক প্রধান শিক্ষক জিয়া উদ্দিন আহমদ, শিক্ষক ললিত মোহন বিশ্বাস, শিক্ষক কবির আহমদ, গণদাবী পরিষদের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, হেফাজতে ইসলামের সভাপতি শায়েখ মুফতি আব্দুল ক্বারীম হাক্কানী, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ফয়ছল আহমদ, সমাজ সংগঠক আহমদ মহসিন বাবর, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির আহমদ, ব্যবসায়ী আব্দুল কুদ্দুছ, শিক্ষক জিয়াউর রহমান, ব্যবসায়ী লতিফুর রহমান, নবীন সংঘের সভাপতি সামছ উদ্দিন রানা, কবি আজিজ ইবনে গণি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম, শ্যামল চন্দ্র পাল, গীতিকার শেখ তাজ উদ্দিন আহমদ, শিক্ষক আফতাব আহমদ সুইট, শিক্ষক জুয়েল আহমদ, শিক্ষক মো: লুৎফুল হক চৌধুরী, শিক্ষক মো: লুৎফুর রহমান, মাওলানা রায়হান সাইফুল্লাহ, শিক্ষক মোফাজ্জল হোসেন, ছায়ফুল আলম মাখন, আব্দুল ওয়াদুদ, শামীম আহমদ, কামাল হোসেন আল-মাথহুরী, আহমদ হোসেন খান, রজত গুপ্ত, সাংবাদিক আব্দুল করীম ও সাংবাদিক রাজু আহমদ প্রমুখ।

‘স্বপ্নবাজ মানুষেরা’ কবিতা গ্রন্থের রচয়িতা কবি আবদুন নূরের বাড়ি পৌরশহরের খাসা গ্রামে। তিনি স্বপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

অনুষ্টানের বক্তারা আরোও বলেন, কবিতা লিখতে ভেতর থেকে টান ও তাগিদ অনুভব করতে হবে। নিবিড় ভালোবাসাই দিতে পারে অন্তর্জগতের মোহন ভুবনে প্রবেশের ও অবস্থানের রস আস্বাদনের মহামূল্যবান ভিসা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট