1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর: ফেসবুকে যা লিখলেন সারজিস আলম বিয়ানীবাজারে ম্যুরাল ও ফলক ভাঙচুর, পৌর কর্মচারি পুলিশের হেফাজতে ১১ দফা দাবিতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মহাসমাবেশ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে বিয়ানীবাজার উপজেলায় তারুণ্যের উৎসব উদযাপন অন্যরকম এক বিদায় সংবর্ধনা পেলেন জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান পার্কে অবৈধ বিশ্রামে ১৬ কিশোর-কিশোরী আটক, ৮ জনের বিয়ে আগামী বুধবার প্রয়াত ফুলতলী পীরের ঈসালে সাওয়াব মাহফিল শিক্ষক এনামুল মজিদ এর মৃত্যুতে বাশিস ও প্রতিষ্ঠান প্রধান পরিষদ, বিয়ানীবাজার উপজেলা নেতৃবৃন্দের শোকবার্তা প্রসঙ্গ: ইএফটি’র বেতন ভোগান্তি ও প্রত্যাশা চাকরিজীবীদের বেতন বৃদ্ধি: জানুন কার কত বাড়ছে

দাসউরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষককে শ্রদ্ধার্ঘ্যের বিদায় জানাল শিক্ষার্থীরা

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : দেশের বর্তমান প্রেক্ষাপটে যেখানে কারণে অকারণে স্কুল-কলেজের শিক্ষকরা হেনস্তা হচ্ছেন ঠিক সেই মুহুর্তে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করলো দাসউরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষকের বিদায় বেলায় শত শত শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রহমান। তাঁর মতো শিক্ষকের শূন্যতা কখনই পূরণ হবার নয়।

বিদায়ী শিক্ষক মোঃ আব্দুর রহমান স্যার যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে সপরিবারে পাড়ি দেন। বিদেশ গমনের লক্ষ্যে তিনি স্বেচ্ছায় পদত্যাগের মাধ্যমে অবসর গ্রহন করেন। তাঁকে শ্রদ্ধার্ঘ্যের ফুল দিয়ে বরণ করে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বিদায় জানানো হয়। একজন শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের এমন শ্রদ্ধা-ভালোবাসা অনুকরণীয় হয়ে থাকবে। কর্মজীবন শেষে প্রত্যেক চাকরিজীবীকে নিদিষ্ট একটা সময়ে অবসর নিতে হয়। কর্মগুণে সেই বিদায় যেমনি স্মৃতি হয়ে থাকে, তেমনি ভালোবাসায় মুগ্ধতা ছড়ায়। এভাবেই প্রিয় শিক্ষককে বিদায় জানালেন শিক্ষার্থীরা।

২৯ আগস্ট, ২০২৪ইং বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে নানা আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের শিক্ষার্থীদের স্থিরচিত্র


শিক্ষাগুরুর ভালোবাসার স্মৃতিচারণ করে শিক্ষার্থীরা বলেন, তিনি আমাদের আলোর পথ দেখিয়েছেন। তার দেখানো পথে আমরা যেন প্রতিষ্ঠিত হতে পারি। স্যারের স্মৃতি ভোলার নয়। প্রিয় স্যারের প্রতি আবেগ অনুভূতির প্রকাশ করেন ছোট সোনামনিরাও বলেন, আজকের পর থেকে স্যারকে আর স্কুলে দেখবো না। এটা খুবই কষ্টের।

কর্মজীবনে শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসার স্মৃতিচারণ করতে গিয়ে আব্দুর রহমান স্যার আবেগ আপ্লূত হয়ে পড়েন। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমি (শিক্ষার্থীদের) কিছুই দিতে পারিনি। কিন্তু এ সম্মান আমার জন্য গর্বের ও আনন্দের। যা বাকী জীবনে চলার অনুপ্রেরণা হয়ে থাকবে।

তথ্যানুযায়ী মো: আব্দুর রহমান বিগত ০১ সেপ্টেম্বর ১৯৮৮ সনে অত্র দাসউরা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশা শুরু করেন। সেই থেকে বিদায়পূর্ব তিনি একই প্রতিষ্ঠানে কর্মরত থেকে গত ০১ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে স্বেচ্ছায় অবসর গ্রহন করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: মিছবাহ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধান পরিষদ, বিয়ানীবাজার উপজেলার সভাপতি ও দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান।

সিনিয়র শিক্ষক মুহাম্মদ আনিছুর রহমান এর পরিচালনায় অথিতির বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও সাবেক প্রধান শিক্ষক মো: মজির উদ্দিন, বিদ্যালয়ের সাবেক সভাপতি নজমুল ইসলাম, অভিভাবক সদস্য শরীফ উদ্দীন। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন শাহাবুদ্দীন, মো: নজরুল ইসলাম, রহমতুল বারী। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মাহিয়া আক্তার সাথী(১০ম-খ), রাফিদ হোসেন(১০ম-ক), সোনিয়া আক্তার সৌরভী (৯ম-খ), সাহারিনা আক্তার রিয়া(৯ম-খ), তারেক আহমদ (৯ম-ক), শাহারিয়া সিদ্দিক রাফি(৯ম-ক), নীলাঞ্জনা ভট্র‍্যাচার্য(৮ম-খ), কুলসুমা আক্তার(৮ম-খ), নাবিলা জান্নাত (৭ম-খ), তাহিয়া আক্তার অমি(৭ম-খ), ফারজানা আক্তার ইভা(৭ম-খ), সামিরা হোসেন মীম(৬ষ্ঠ-খ), সিপা বেগম(৬ষ্ঠ-খ), জারিয়াত বেগম(৬ষ্ঠ-খ) প্রমুখ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট