পঞ্চখণ্ড আই প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আমরা পজিটিভ রাজনীতি করি, আমাদের কাজ যদি কল্যাণের হয়, মানুষের পক্ষে হয়, তাহলে আমাদের কথা আপনাদের লিখনিতে তুলে ধরবেন। আমরা গণমানুষের কল্যাণ ও মুক্তির জন্য পজিটিভ রাজনীতি করি। দেশকে ন্যায়-ইনসাফের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা জামায়াতের মূল উদ্দেশ্য ও লক্ষ্য। ১৮ কোটি মানুষের গুরুত্বপূর্ণ স্টেট হোল্ডার দেশের সাংবাদিকেরা। সর্বশেষ ছাত্ররা আন্দোলন করেছে, আমরাও সাধ্যমতো চেষ্টা করেছি। আর সাংবাদিকরা লিখনির মাধ্যমে বিজয়ের গন্তব্য দেখিয়েছেন।
বিয়ানীবাজার উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মোহাম্মদ সেলিম উদ্দিন এসব কথাগুলো উচ্চারণ করেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন জামাত রাজনীতি ও বন্দিজীবনের বিবরণ দিয়ে আরও বলেন, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অভিযোগে সাজা দেয়া হয়েছে। সাঈদীর মামলা পুনরায় তদন্তক্রমে সুষ্ঠু বিচার হওয়া দরকার। স্থানীয় সাংবাদিক এ টি এম তুরাব হত্যাকারীদেরও দৃষ্টন্তমূলক বিচার চাই। বিগত দিনে আমাদের জবান, হাত-পা বাধা ছিল। আমদের বাকস্বাধীনতা ছিল না। আমরা দীর্ঘ দিন থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা দরিদ্র শিক্ষার্থীদের মেধাবৃত্তি, শ্রমিকদের সহায়তা, কর্জে হাসানা প্রকল্পের মাধ্যমে কাজ করছি। ভবিষ্যতে কর্জে হাসানা প্রকল্প ব্যাংক হবে। একই সাথে আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের যেকোনো সমস্যায় তাদের পাশে থাকার সাধ্যমতো চেষ্টা করেছি। তিনি সুবিধাবঞ্চিত মানুষের দুর্দশা লাঘবে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বিয়ানীবাজার-গোলাপগঞ্জকে একটি আধুনিক-আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় অনুষ্ঠানে বিয়ানীবাজার থানায় দায়েরকৃত ৩টি মামলায় ‘আসামি অজ্ঞাত’—শব্দটিতেই মিশে আছে অদৃশ্য ভয় আর শঙ্কা। উপজেলা জুড়ে আতঙ্কে ভুগছেন প্রায় তিন শতাধিক মানুষ। এ প্রসঙ্গে বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আতাউর রহমান জানতে চাইলে সিলেট-৬ নির্বাচনী আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সম্প্রতি বিয়ানীবাজার থানায় দায়ের হওয়া তিনটি মামলায় সাংবাদিকসহ কোন নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা পালন করবেন। প্রয়োজনে যেকোনো প্রয়োজনে আমাকে কাজে লাগাবেন।
আজ সোমবার ( ০৯ সেপ্টেম্বর) দুপুর ৩ ঘটিকায় বিয়ানীবাজার পৌরশহরের এক রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলা আমীর মাওঃ ফয়জুল ইসলাম এর সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মো. ফয়জুল ইসলাম, সাবেক নায়েব আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, বর্তমান নায়েব আমীর মোস্তফা উদ্দিন, মুফাচ্ছির আহমদ ফয়জী, উপজেলা সেক্রেটারি আবুল কাশেম চৌধুরী, বিয়ানীবাজার শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হামিদ ও জামেয়া ইসলামিয়ার প্রিন্সিপাল ও অফিস সম্পাদক মো. রুকন উদ্দিন, ছাত্র শিবিরের সভাপতি আহবাব হোসেন মুৃরাদ, কলেজ শিবিরের সভাপতি ফাতেহুল ইসলাম, পৌর শ্রমিক কল্যানের সেক্রেটারী মুনিবুর রহমান পাবেল, জামায়াত নেতা সামসুল ইসলাম প্রমুখ।