1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেট বিমানবন্দরে হজফেরত আওয়ামী লীগ নেতা কামরুল হক আটক পিআর পদ্ধতি : সংস্কার, না কি ধোঁয়াশা তৈরির কৌশল? ধর্মভীরু সমাজে ধর্ষণের ছায়া: শারমীন এস মুরশিদের প্রশ্ন স্কুল-কলেজে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ও ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ তত্ত্বাবধায়ক সরকার ও সীমানা পুনর্নির্ধারণে রাজনৈতিক ঐকমত্য : জুলাই সনদ আসছে মো: মিছবাহ উদ্দিন দাসউরা উচ্চ বিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্যাসক্ষেত্রের শহর, গ্যাসবঞ্চিত নাগরিক: বিয়ানীবাজারের দীর্ঘশ্বাস কলেজ চলাকালীন কোচিং বন্ধে বিয়ানীবাজার সরকারি কলেজ অধ্যক্ষের কড়া নির্দেশনা বিয়ানীবাজারে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত জাতির উদ্দেশে দেয়া ভাষণে আয়াতুল্লাহ খামেনির বিজয়-ঘোষণা

শিক্ষায় আমূল সংস্কারের উদ্যোগ নেবো: ড. ইউনূস

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষা ক্ষেত্রে চরম নৈরাজ্য সৃষ্টি করেছিলো মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা শিক্ষায় আমূল সংস্কারের উদ্যোগ নেবো। এটা আমাদের অন্যতম অঙ্গীকার। পাঠ্যক্রমও সংস্কার করা হবে।

রোববার সন্ধ্যায় জাতীর উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা তার ভাষণে প্রয়োজনীয় সংস্কার করে অংশগ্রহণমূলক নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আমরা দেশ শাসনের মানুষ নই। আমাদের ছাত্রদের আহ্বানে এসেছি। তারা যখনই বলবে, আমরা চলে যাবো। তবে চূড়ান্ত সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক আলোচনা থেকেই এটা আসতে হবে।

নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র-জনতার আন্দোলনের কারণে আমরা পেয়েছি, সে সুযোগ কিছুতেই হারিয়ে যেতে দেবো না।

তিনি বলেন, বিভিন্ন আইনের নিপীড়নমূলক ধারা সংশোধন করা হবে। প্রধান উপদেষ্টার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

ভাষণের শুরুতে আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে আন্দোলনে নিহত ছাত্র–জনতাকে স্মরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের হাতে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। এতো দিন দেশে যেভাবে দুর্নীতি হয়েছে, তা বোঝাতে সাবেক প্রধানমন্ত্রীর পিওনেরও ৪০০ কোটি টাকার মালিক হওয়ার তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে স্বৈরাচার তাঁর নিজের, পরিবারের ও দলের কিছু মানুষের স্বার্থ হাসিলের পথ তৈরি করে দিয়েছে। আর্থিক খাত ও শেয়ার বাজারে লুটপাটের কথা উল্লেখ করেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

ছাত্র–জনতার স্বপ্ন পূরণে কাজ করার জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একটি উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবেন তিনি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট