
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, শ্রীধরা জনমঙ্গল সমিতি ইউএসএ ইনক-এর সম্মানিত সভাপতি ডা. মাহফুজুর রহমান (খালেদ) এবং আমিনুর রহমান জাহিদ সাহেবের শ্রদ্ধেয় মমতাময়ী মা আজ ১২ নভেম্বর নিউইয়র্কের ওজোনপার্কে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
মরহুমার মৃত্যুতে শ্রীধরা জনমঙ্গল সমিতি ইউএসএ ইনকসহ প্রবাসী বাংলাদেশি সমাজে নেমে এসেছে শোকের ছায়া। জীবদ্দশায় তিনি ছিলেন পরোপকারী, ধর্মপরায়ণ ও সকলের প্রিয় একজন মানুষ।
ডা: খালেদ এর মাতৃবিয়োগে পঞ্চখণ্ড আই পত্রিকার প্রকাশক ও সম্পাদক শিক্ষাবিদ আতাউর রহমান এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
তিনি বলেন, “মরহুমা ছিলেন একজন নিবেদিতপ্রাণ মা ও সমাজভক্ত মানুষ। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সইবার শক্তি দান করেন।”