1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
পার্কে অবৈধ বিশ্রামে ১৬ কিশোর-কিশোরী আটক, ৮ জনের বিয়ে আগামী বুধবার প্রয়াত ফুলতলী পীরের ঈসালে সাওয়াব মাহফিল শিক্ষক এনামুল মজিদ এর মৃত্যুতে বাশিস ও প্রতিষ্ঠান প্রধান পরিষদ, বিয়ানীবাজার উপজেলা নেতৃবৃন্দের শোকবার্তা প্রসঙ্গ: ইএফটি’র বেতন ভোগান্তি ও প্রত্যাশা চাকরিজীবীদের বেতন বৃদ্ধি: জানুন কার কত বাড়ছে বিয়ানীবাজার বিএনপির ৬১ নেতাকর্মী খালাস পেলেন বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার সিলেটস্থ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও মেধা বৃত্তি অনুষ্ঠান সম্পন্ন বিয়ানীবাজার সমবায় মার্কেটের নতুন কমিটি গঠিত ২০২৪ এসএসসি ও এইচএসসি উত্তীর্ণদের শ্রীধরা জনমঙ্গল সমিতির সংবর্ধনা

বিয়ানীবাজারে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘দ্যা লোকাল টাইমস’র যাত্রা শুরু

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি : প্রান্তিক জনপদের সমস্যা-সম্ভাবনা, শিক্ষা-সংস্কৃতি, উন্নয়ন-অগ্রগতির প্রত্যয় সামনে রেখে বিয়ানীবাজার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্যা লোকাল টাইমস।

গত ১০ ডিসেম্বর দুপুর ২টায় বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামে অস্থায়ী কার্যালয়ে ফিতা ও কেক কেটে নিউজ পোর্টালের অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি, এবি মিডিয়া গ্রুপের সিইও, সিনিয়র সাংবাদিক আহমেদ ফয়সাল।

দ্যা লোকাল টাইমস’র সম্পাদক শহিদুল ইসলাম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল, গণঅধিকার পরিষদ নেতা এডভোকেট জাহিদুর রহমান, সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি শাহাব উদ্দিন মৌলা, বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাস্টার বুরহান উদ্দিন সুফি, মাটিজুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল উদ্দিন, সালিশ ব্যক্তিত্ব আপ্তাব উদ্দিন ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শামসুল ইসলাম।

বক্তারা বলেন, সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল দ্যা লোকাল টাইমস। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যম প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলা তথা পূর্ব সিলেটের সকল বিষয় বিশ্ব দরবারে তুলে ধরবে পোর্টালটি। এতে লিখনী ও বিষয়বস্তু উপস্থাপনায় সমাজের অবহেলিত মানুষের কথা উঠে আসবে।অপসাংবাদিকতা রোধ ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনায় অনলাইন নিউজ পোর্টাল দ্যা লোকাল টাইমস অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সুয়াইবুর রহমান স্বপন, বিয়ানীবাজার টাইমস’র সম্পাদক তোফায়েল আহমেদ, মাথিউরা ইউপি সদস্য সৈয়দুর রহমান, নালবহর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব শাহ আলম, আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া বিয়ানীবাজার উপজেলা সভাপতি আবুল হাসান মামুন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিয়ানীবাজার দক্ষিণ শাখার অফিস ও স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক শাহ আলম মুসা।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন দ্যা লোকাল টাইমস এর স্টাফ রিপোর্টার শাকির আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাথিউরা ইউপি সদস্য ফয়জুল হক নজমুল ও সেলিম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামাল হোসেন, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কয়েছ উদ্দিন ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি এহসান করিম খোকন, সাংবাদিক সাহেদ আহমদ, প্রবীণ মুরব্বি রাইব উদ্দিন, আব্দুস ছালাম ও মুতি মিয়া, সমাজসেবক আতাউর রহমান, শিক্ষানুরাগী রেজাউল হক, সাংবাদিক এস আর শহিদ, জয়নুল ইসলাম, সাকের আহমদ, কাজী ফাহিম, মোকাব্বির হোসেন, ব্যবসায়ী হাবিব আহমদ, আলোকচিত্রী আখতার হোসেন, এজে মিডিয়া গ্রুপের কো-অর্ডিনেটর তারেক আহমদ, দ্যা লোকাল টাইমস’র স্টাফ রিপোর্টার শাহ আলম এবং ক্যামেরাপার্সন মুহিবুর রহমান ও ছালেখ আহমদ প্রমুখ।

উল্লেখ্য, দ্যা লোকাল টাইমস পোর্টাল মূলত এজে মিডিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান। এই গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মো. সাইদুর রহমান সুমন এবং প্রকাশক আতিকুর রহমান মোহন। তাদের পৃষ্টপোষকতায় সাংবাদিক শহিদুল ইসলাম সাজু’র সম্পাদনায় একঝাঁক তরুণ সংবাদকর্মীর সমন্বয়ে নিউজ পোর্টালটি যাত্রা শুরু করলো।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট