1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটে আরও চার প্রার্থীর মনোনয়ন বৈধ, এনসিপি প্রার্থীর বাতিল শিশুদের বই পেতে, জটিলতার বোঝা কেন? সিলেটের ৬টি আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৩৫ বৈধ, বাতিল ৭ ও স্থগিত ৫ বিয়ানীবাজার প্রেসক্লাবের আসবাবপত্র ক্রয়ে নগদ অনুদান দিলেন হাজী মুহাম্মদ আব্দুস সবুর “শব্দের ভেতর আমি” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হলফনামায় সিলেটের বিএনপি প্রার্থীদের অর্থনৈতিক বৈষম্য: নগদ অর্থ ও সম্পদের ফারাক বিয়ানীবাজারে পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ মাদক কারবারিসহ চারজন গ্রেফতার বিয়ানীবাজারে ইসলামিক ফাউন্ডেশনের বইবঞ্চিত ৯ শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীরা: থমকে যাচ্ছে শিশুদের পড়াশোনা বৈরাগীবাজারে পিবিএলএস’র শীতবস্ত্র ও সংবর্ধনায় সম্মানিত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার ইংরেজি নববর্ষ–২০২৬ উপলক্ষে শুভেচ্ছা

সিলেটের ৬টি আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৩৫ বৈধ, বাতিল ৭ ও স্থগিত ৫

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ছয়টি সংসদীয় আসনে জমা পড়া মনোনয়নপত্রের যাচাই-বাছাই সম্পন্ন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। যাচাই শেষে দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি, আয়কর সংক্রান্ত অসঙ্গতি এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত ত্রুটিসহ বিভিন্ন কারণে একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল ও স্থগিত করা হয়েছে।

রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেটের ছয়টি আসনে মোট ৪৭টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ৩৫টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৫ জন প্রার্থীর মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে। স্থগিত প্রার্থীদের আগামীকাল রবিবার (৪ জানুয়ারি) বেলা ১টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র জমা না দিলে তাদের মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল করা হবে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, দ্বৈত নাগরিকত্ব বাতিলসহ যেসব বিষয়ে কাগজপত্রের ঘাটতির কারণে মনোনয়ন স্থগিত রাখা হয়েছে, সেগুলো যাচাই করে রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।

আসনভিত্তিক তথ্যে জানা যায়, সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এহতেশামুল হকের যুক্তরাজ্যের দ্বৈত নাগরিকত্ব বাতিলের প্রমাণপত্র না থাকায় তার মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে।

সিলেট-২ আসনে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত নথিতে অসঙ্গতি পাওয়ায় দুই স্বতন্ত্র প্রার্থী—আবরার ইলিয়াস ও আব্দুস শহীদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিকের মনোনয়ন দ্বৈত নাগরিকত্ব বাতিল সংক্রান্ত তথ্যের ঘাটতির কারণে স্থগিত রাখা হয়েছে। একই আসনে স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা ও মাইনুল বাকরের মনোনয়ন এক শতাংশ ভোটারের তথ্য ও স্বাক্ষরে গরমিল থাকায় বাতিল করা হয়েছে।

সিলেট-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা সাঈদ আহমদের মনোনয়ন প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় বাতিল করা হয়। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমানের মনোনয়ন দলের কেন্দ্রীয় কমিটির কাগজপত্রে অসঙ্গতির কারণে আপাতত স্থগিত রয়েছে।

সিলেট-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী সাউফুদ্দিন খালেদের মনোনয়ন ঋণ খেলাপির অভিযোগে বাতিল করা হয়েছে।

সিলেট-৬ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদুর রহমানের মনোনয়ন দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় স্থগিত রাখা হয়েছে। একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়ন আয়কর সংক্রান্ত কাগজপত্রের অসঙ্গতির কারণে আপাতত স্থগিত রয়েছে। এছাড়া এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলামের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট