পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা-নবাং গ্রামে অবস্থিত হজরত সৈয়দ শাহ (রহ.) হাফিজিয়া মাদরাসার উদ্যোগে আগামী ৪১তম বার্ষিক ওয়াজ মাহফিল সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) মাদরাসা কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় স্থানীয় মুরুব্বী, যুবক ও ছাত্রদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় মোঃ আমীর হোসেন আলমগীরকে আহ্বায়ক, মোঃ আব্দুল জব্বার ও মাহবুব আহমদকে যুগ্ম আহ্বায়ক এবং হাফিজ লুৎফুর রহমানকে সদস্য সচিব করে মোট ২৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
খলিলুর রহমান বেলা, জয়নুল আবেদিন, হাজী জামাল উদ্দিন, মিসবাহ উদ্দিন মন্টু, গুলজার আহমদ রাহেল, মাশুক আহমদ, ময়ূর আহমদ, জাহাঙ্গীর আলম, রাশেদ খাঁন নাবিল, মোস্তাক আহমদ, হাজী শাহ আলম, জুম্মান আহমদ, মারুফ আহমদ, আব্দুল মান্নান, আব্দুল কাইয়ুম রাতুল, জাহিদ আহমদ রাজু, কামিল হোসেন, কাওছার আহমদ সুমন, নয়ন আহমদ এবং শফি আহমদ।
সভায় বক্তারা আসন্ন ৪১তম বার্ষিক ওয়াজ মাহফিলকে সফল, শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।