1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে সাংবাদিকতার দক্ষতা বৃদ্ধি: প্রেসক্লাবের একদিনের ফলপ্রসূ কর্মশালা বিয়ানীবাজারে নিখোঁজ ইলেকট্রিক মিস্ত্রীর মরদেহ উদ্ধার: তিনদিনের উদ্বেগের অবসান আজ বিশ্ব শিক্ষক দিবস : শিক্ষকের মর্যাদা রক্ষাই জাতি গঠনের প্রথম শর্ত -Π ইউএনও গোলাম মোস্তফা মুন্না সিলেট-৬ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আবুল কাহের চৌধুরী শামীমের শোডাউন ঘিরে উত্তাপ বিয়ানীবাজার মা ও শিশু জেনারেল হাসপাতালের সংবাদ সম্মেলন “অপপ্রচার নয়, সেবার মানোন্নয়নই আমাদের লক্ষ্য” — হাসপাতাল কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টার ইউএনজিএ সফর: গণতন্ত্র, মানবিক নেতৃত্ব ও বৈশ্বিক অংশীদারিত্বে বাংলাদেশের শক্ত বার্তা সিলেট নগরীর চৌকিদেখীতে অভিযান: বিয়ানীবাজারের ফয়ছল-সহ ছয় জুয়াড়ী আটক বিয়ানীবাজারে চিকিৎসক পরিষদের ফ্রি মেডিকেল ক্যাম্পে বিপুল রোগীর সেবা দুর্গোৎসবে বিয়ানীবাজারে উৎসবের আমেজ: সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক শানেস্বর বাজার বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: উদারতার ইতিহাস ও জনস্বাস্থ্য ঝুঁকিতে চলছে চিকিৎসা কার্যক্রম

বিয়ানীবাজারে সাংবাদিকতার দক্ষতা বৃদ্ধি: প্রেসক্লাবের একদিনের ফলপ্রসূ কর্মশালা

পঞ্চখণ্ড আই প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদক:

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের বিকল্প নেই। এ উপলক্ষে মফস্বলের অর্ধশতাধিক সংবাদকর্মীর জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে দায়িত্বশীল ভূমিকা রেখেছে বিয়ানীবাজার প্রেসক্লাব।

শনিবার (৪ অক্টোবর) বিয়ানীবাজার পৌরশহরের একটি রেস্তোরাঁর হলরুমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মাল্টিমিডিয়া ও সম্প্রচারের কলাকৌশল এবং মফস্বলে সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে প্রশিক্ষণ দেন এটিএন বাংলা টেলিভিশনের চীফ রিপোর্টার একরামুল হক সায়েম। সংবাদ ও সাংবাদিকতার প্রাথমিক ধারণা বিষয়ক প্রশিক্ষণ দেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, মাস্টার ট্রেইনার ও দেশ এডিশন অনলাইন পত্রিকার সিলেট ব্যুরো চীফ আতাউর রহমান। বানান রীতি নিয়ে বিশেষ সেশন পরিচালনা করেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফয়সাল আহমদ।

বিয়ানীবাজার প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, একজন ভালো সাংবাদিকের জন্য কিছু মৌলিক গুণ ও নীতির প্রতি অটল থাকা জরুরি।

বিয়ানীবাজারে সাংবাদিকতার উর্বর জনপদ হিসেবে খ্যাত এই শহরের সুনাম রক্ষায় সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছেন প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক, গণমাধ্যম কর্মী কারেন্ট এ্যাফেয়ার্স হেড ও চিফ রিপোর্টার একরামুল হক সায়েম। তিনি বলেন, মফস্বল সাংবাদিকদের কাজের ধারা চ্যালেঞ্জপূর্ণ হলেও, সত্য অনুসন্ধান ও সংবাদ সংগ্রহে তাদের সাহস ও উদ্যোগ সমাজের জন্য অপরিহার্য। সাংবাদিকরা হেঁটে চললেও সংবাদের রহস্য খোঁজেন, যা অনেক সমাজপতিদের চোখে সহজভাবে দেখা যায় না।

প্রশিক্ষক একরামুল হক সায়েম আরও বলেন,

“এই ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক সাংবাদিকতায় প্রযুক্তি ও দক্ষতার বিকল্প নেই। শেখার এবং জানার ক্ষেত্রে সকল জড়তা দূর করতে হবে। সাংবাদিককে অবশ্যই তৃতীয় চক্ষু ধারণ করতে হবে—মানুষ যা দেখে, সাংবাদিক তার মধ্যে নতুন তথ্য ও ঘটনার সন্ধান খুঁজেন। যে সাংবাদিক যত বেশি অনুসন্ধান চালায়, সে তত বেশি নির্ভিক ও পরিচিত সাংবাদিক হিসেবে আত্মপ্রকাশ করে।”

প্রশিক্ষণের আলোচক ও প্রশিক্ষক আতাউর রহমান বলেন, সংবাদ কেবল তথ্য নয়— এটি সমাজ, সত্য ও সময়ের প্রতিচ্ছবি। একজন সাংবাদিকের কলমে থাকতে হবে দায়িত্ববোধ, সততা ও সাহস।

তিনি সাংবাদিকতার মূল উপাদানগুলো ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যাচাই ছাড়া কোনো তথ্য সংবাদ হতে পারে না; সত্য যাচাই ও প্রমাণনির্ভর উপস্থাপনই সাংবাদিকতার প্রাণ। সংবাদে ব্যক্তিগত পক্ষপাত যেন কোনোভাবেই প্রভাব না ফেলে, বরং সব পক্ষের বক্তব্য সুষমভাবে উপস্থাপন করতে হবে। তিনি আরও বলেন, সংবাদ মানে তাৎক্ষণিকতা, কিন্তু দ্রুততার সঙ্গে নির্ভুলতা বজায় রাখা একজন পেশাদার সাংবাদিকের অন্যতম দায়িত্ব।

প্রশিক্ষক আতাউর রহমান মনে করেন,

“সংবাদ সবসময় সমাজ, দেশ ও মানুষের উপকারে আসা উচিত। সাংবাদিকতার লক্ষ্য কেবল খবর লেখা নয়, বরং সত্যকে সময়ের আয়নায় তুলে ধরা। সত্য প্রকাশের জন্য ভয়, চাপ ও প্রভাবকে উপেক্ষা করা একজন সাংবাদিকের নৈতিক দায়িত্ব— কারণ, একজন সাহসী সাংবাদিকের কলমই সমাজে আনে আলোর পরিবর্তন।”

বানান রীতি প্রসঙ্গে কর্মশালার প্রশিক্ষক সহকারী অধ্যাপক ফয়সাল আহমদ বলেন,

“সাংবাদিকতায় বানান ও ভাষার সঠিক ব্যবহার অতীব গুরুত্বপূর্ণ। ভুল বানান শুধু পাঠকের বিভ্রান্তি সৃষ্টি করে না, সাংবাদিকের পেশাগত মর্যাদাকেও ক্ষুণ্ণ করে। তাই প্রতিটি সংবাদ প্রেরণের আগে বানান যাচাই ও ভাষার শুদ্ধতা নিশ্চিত করা অপরিহার্য।”

১৯৮২ সালে প্রতিষ্ঠিত বিয়ানীবাজার প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত উন্নয়নে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় আয়োজিত এ কর্মশালায় অর্ধশতাধিক সংবাদকর্মী অংশ নেন।

সমাপনী পর্বে প্রেসক্লাব সভাপতি সজীব ভট্টাচার্য এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মিলাদ মো: জয়নুল ইসলাম এর সঞ্চালনায় অতিথিদের মাধ্যমে অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

সনদ বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিলিপি গবেষক মোস্তফা সেলিম এবং ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্থানীয় সাংবাদিক ও সংবাদকর্মীরা।

কর্মশালায় বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি দায়িত্ব ও অঙ্গীকার। সেই প্রত্যয় নিয়ে এ আয়োজনে যারা সার্বিক সহযোগিতায় ছিলেন, তারা হলেন যুক্তরাজ্য প্রবাসী বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য আলী আহমদ বেবুল, সিলেট-৬ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী হাফিজ ফখরুল ইসলাম, ক্যান্সার হাসপাতালের পরিচালক ফরহাদ হোসেন টিপু, সমাজকর্মী নুরুল ইসলাম লিমন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি রেজিস্ট্রার ডা: আবু ইসহাক আজাদ, ও কানাডা প্রবাসী ক্রীড়া সংগঠক এম এইচ মনসুর।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন মাসুম আহমদ, ফয়জুল হক শিমুল, মুকিত মুহাম্মদ, সৈয়দ মনজুর মোর্শেদ, সামিয়ান হাসান, আবুল হাসান, মো. ইমাম হাসনাত, মশফাকুর রহমান, আজিজ ইবনে গণি, এম. এ ওমর, মো. এহসানুল হক, সালেহ আহমদ, আমিনুল হক দিলু, মিছবাহ উদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. হাফিজুর রহমান তামিম, অরুণ বৈদ্য, মো. সুহেব আহমদ, আব্দুল কাদির রাজু, মো. শাহিদ আহমদ তুহিন, সাদিক হোসেন এপলু, সুমাইয়া জাহান ইভা, আব্দুল করিম, ছরওয়ার খান, মো. আবু এনাম সাঞ্জু, মো. আব্দুল জব্বার, মো. মাকসুদ হোসেন মণি, সাকের আহমেদ, মোহা. মাহমুদুর রহমান, মো. মিজানুর রহমান মুন্না, রোহেল আহমদ, হিরণ রোহীন দাস, মো. মমিনুর রহমান, শরিফ উদ্দিন, আকছার হোসেন, মো. মুহিবুল ইসলাম মুক্তা, মো. ইকবাল হোসেন, আবুল হাসান আহমদ, আব্দুল্লাহ আল জিবান, নোমান উদ্দিন, সাহেলা বেগম, এহতেশামুল আলম শাওন, মুজাম্মিল হোসেন রাব্বি-সহ অর্ধশতাধিক সংবাদ কর্মী।

এ আয়োজনে প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সৈয়দ মুনজের হোসেন বাবু, দপ্তর সম্পাদক সামিয়ান হাসান, কার্যকরী সদস্য আবুল হাসান, এম. এ ওমর, আমিনুল হক দিলু, সাকের আহমেদ, জসীম উদ্দিন, মিছবাহ উদ্দিন পুরো কর্মশালা সমন্বয় করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট