1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
জেলা প্রশাসকের পরিদর্শন : বিয়ানীবাজারে জনবল সংকট কাটাতে পদক্ষেপের আশ্বাস সিলেট-৬ আসন: মনোনয়ন দৌড়ে সরগরম বিএনপি, প্রার্থী চূড়ান্তের অপেক্ষায় তৃণমূল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত পদে নিয়োগ ও নির্দেশনা জারি অতিরিক্ত ৪% কর্তনে ক্ষুব্ধ শিক্ষক সমাজ, নভেম্বরের মধ্যে সমাধান দাবি বিয়ানীবাজারে মব সৃষ্টির ঘটনায় বিএনপির নিন্দা: জড়িত কামালকে বহিষ্কারের উদ্যোগ নেপালে ‘জেন Z আন্দোলন’: ক্ষমতাচ্যুত অলি আবার প্রকাশ্যে বিয়ানীবাজারে বিসিপি’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ২ অক্টোবর গ্রামবাংলা থেকে নিউইয়র্ক : সামাজিক অঙ্গনে দুখুর পদচারণা নতুন জীবনের ভোর: আমার কিডনি ট্রান্সপ্লান্ট অভিজ্ঞতা শ্রীধরা জনমঙ্গল সমিতির পক্ষ থেকে সুলতান আহমেদকে বিদায় সংবর্ধনা

সিলেট-৬ আসন: মনোনয়ন দৌড়ে সরগরম বিএনপি, প্রার্থী চূড়ান্তের অপেক্ষায় তৃণমূল

মো. হাফিজুর রহমান তামিম
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

মো. হাফিজুর রহমান তামিম, বিয়ানীবাজার:

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। প্রবাসী অধ্যুষিত গ্যাস সম্পদে সমৃদ্ধ এ আসনে আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠ গরম করছেন বিএনপির একাধিক নেতা। শোডাউন, মিছিল, সমাবেশ আর গণসংযোগে কর্মী-সমর্থকদের উজ্জীবিত রাখছেন তাঁরা।

কে হবেন বিএনপির দলীয় প্রার্থী—এ নিয়ে চলছে ব্যাপক গুঞ্জন। চায়ের দোকান থেকে রাজনীতির অন্দরমহল সর্বত্রই আলোচনা এখন একটাই—মনোনয়ন। অন্তত ১০ জন নেতার দৌড়ঝাঁপে বিভ্রান্ত হচ্ছেন তৃণমূল কর্মীরা। আজ একজনকে, কাল আরেকজনকে ভোটারের কাছে পরিচয় করাতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বিশেষ করে প্রবাসী ও তৃণমূলের বাইরে থাকা নেতাদের প্রভাব খাটাতে গিয়ে জটিলতা আরও বাড়ছে।

তবুও, প্রার্থীদের মাঠ পর্যায়ের সরব তৎপরতায় এলাকায় প্রাণ ফিরে পেয়েছে বিএনপির নেতাকর্মীরা। পোস্টার, ব্যানার, বিলবোর্ডে মুখরিত নির্বাচনী মাঠ। কেউ সামাজিক, কেউ ধর্মীয়, আবার কেউ সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

● আলোচনায় যেসব প্রার্থী

এ আসনে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া ফয়সল আহমদ চৌধুরী। প্রবাসফেরত হেভিওয়েট নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরীও আছেন শীর্ষ আলোচনায়। তিনি বিএনপির নীতিনির্ধারণী ফোরামের সদস্য এবং বেগম জিয়া ও তারেক রহমানের আস্থাভাজন হিসেবেও পরিচিত।

এছাড়া যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিনের মেয়ে সাবিনা খান পপি, সাবেক এমপি ড. সৈয়দ মকবুল হোসেনের মেয়ে সৈয়দা আদিবা হোসেন, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অহিদ আহমদ, তামিম ইয়াহইয়া হক ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেনও সক্রিয়ভাবে মাঠে প্রচারণা চালাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, হেভিওয়েট একাধিক প্রার্থীকে টিকিট না দিয়ে অন্যভাবে মূল্যায়ন করা হতে পারে। নবীন-প্রবীণের সমন্বয়ে প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য বিএনপি হাইকমান্ড তৎপর রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম ও জেন-জেড ভোটারদের মনোভাবকেও গুরুত্ব দেওয়া হবে।

● প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রস্তুতি

আসনটিতে জামায়াতে ইসলামী ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে—ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন। ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনও নিজস্ব প্রার্থী নিয়ে প্রচারণায় নেমেছে। গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট জাহিদুর রহমানও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম স্থগিত থাকায় এ আসনে তাদের প্রার্থিতা অনিশ্চিত। ফলে বিএনপির জন্য অনুকূল পরিবেশ তৈরি হলেও প্রার্থী অধিক্যের কারণে দলীয় ভেতরে বিভাজন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

● স্থানীয় নেতাদের বক্তব্য

বিয়ানীবাজার বিএনপি সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা ও সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন জানান, আসন্ন সংসদ নির্বাচনে জনগণের ভাষা বুঝতে তাঁরা নিয়মিত মাঠে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। দলের ৩১ দফার আলোকে নেতাকর্মীরা দেশবাসীকে সচেতন করতে কাজ করছেন।

পঞ্চখণ্ড আই পোর্টালকে দেওয়া প্রতিক্রিয়ায় তারা বলেন, “মানুষ গত তিনটি সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি। এবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। এ সুযোগ কাজে লাগাতে সিলেট-৬ আসনের বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে মানুষের সমস্যা শুনছেন।”

তারা আরও জানান, মনোনয়নপ্রত্যাশী ও তৃণমূল নেতাকর্মীরা দ্রুত প্রার্থী ঘোষণার অপেক্ষায় আছেন। একক প্রার্থী ঘোষণার পর মাঠে সংগঠিতভাবে বিএনপি আরও শক্তিশালী হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট