1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে মব সৃষ্টির ঘটনায় বিএনপির নিন্দা: জড়িত কামালকে বহিষ্কারের উদ্যোগ নেপালে ‘জেন Z আন্দোলন’: ক্ষমতাচ্যুত অলি আবার প্রকাশ্যে বিয়ানীবাজারে বিসিপি’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ২ অক্টোবর গ্রামবাংলা থেকে নিউইয়র্ক : সামাজিক অঙ্গনে দুখুর পদচারণা নতুন জীবনের ভোর: আমার কিডনি ট্রান্সপ্লান্ট অভিজ্ঞতা শ্রীধরা জনমঙ্গল সমিতির পক্ষ থেকে সুলতান আহমেদকে বিদায় সংবর্ধনা দাম্পত্য কলহ রোধে মূল ভিত্তি ও সমাজের দায়িত্ব বিয়ানীবাজার প্রেসক্লাবে প্রবাসী দুই সাংবাদিককে সংবর্ধনা ও মতবিনিময় স্কলার্সহোম কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সব দাবি মেনে, অভিযুক্ত ভাইস প্রিন্সিপালসহ দুই শিক্ষককে অব্যাহতি বিতর্ক পিছু ছাড়ছে না আমির হামজার : ক্ষমা চেয়ে কোরআনে ফেরার অঙ্গীকার

বিয়ানীবাজারে মব সৃষ্টির ঘটনায় বিএনপির নিন্দা: জড়িত কামালকে বহিষ্কারের উদ্যোগ

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

প্রেসবিজ্ঞপ্তি:

বিয়ানীবাজারে এক নিরীহ ব্যক্তিকে হয়রানির উদ্দেশ্যে মব সৃষ্টি করে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে উপজেলা ও পৌর বিএনপি। শনিবার রাতে পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত জরুরি সভায় সংগঠনের নেতৃবৃন্দ এ বিষয়ে আলোচনা করে বেশ কিছু সিদ্ধান্ত নেন।

সভায় বলা হয়, পরিকল্পিতভাবে সৃষ্ট মব ঘটনার সাথে জড়িত স্বেচ্ছাসেবক দলের কর্মী কামাল হোসেন-কে বহিষ্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হবে। একই সঙ্গে তার নানা অপকর্ম সম্পর্কে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বিএনপি নেতারা স্পষ্ট করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কিংবা সহযোগী সংগঠনের কেউ যদি এ ধরনের মব সৃষ্টিতে জড়িত থাকে, তবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ফেইক আইডি ব্যবহার করে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানোকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো হয়। নেতৃবৃন্দ অভিযোগ করেন, একটি বট ও গুপ্ত দলের কর্মীরা ফেইক আইডির মাধ্যমে বিএনপিকে ঘিরে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের স্থিতিশীল পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা এবং পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন—সিলেট জেলা বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, পৌর যুবদলের আহ্বায়ক হোসেন আহমদ দোলন, প্রচার সম্পাদক ফয়েজ আহমদসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শুক্রবার স্বেচ্ছাসেবক দলের কর্মী কামাল হোসেন নিরীহ ব্যক্তিকে হেনস্তার উদ্দেশ্যে মব সৃষ্টি করেন। এ ঘটনায় দেশে-বিদেশে বিএনপির নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানান।

সভায় নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, “মব” সংস্কৃতি সবসময়ই সমাজে ভয়, বিভ্রান্তি ও অস্থিতিশীলতা তৈরি করে। এটি আইনের শাসনকে দুর্বল করে এবং গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করে। তাই সংগঠনের পক্ষ থেকে এ ধরনের যেকোনো নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হবে এবং দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট