1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গ্যাসক্ষেত্রের শহর, গ্যাসবঞ্চিত নাগরিক: বিয়ানীবাজারের দীর্ঘশ্বাস কলেজ চলাকালীন কোচিং বন্ধে বিয়ানীবাজার সরকারি কলেজ অধ্যক্ষের কড়া নির্দেশনা বিয়ানীবাজারে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত জাতির উদ্দেশে দেয়া ভাষণে আয়াতুল্লাহ খামেনির বিজয়-ঘোষণা আজ থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা পৃথিবীর সর্বনাশের জন্য দায়ী আমরাই”—বিশ্ব পরিবেশ দিবসে ড. ইউনূসের হুঁশিয়ারি চার দশকের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রতিচ্ছবি- মোঃ নজরুল হক শিকাগোতে ডায়াবেটিস সম্মেলনে ডা. শিব্বির আহমদ সুহেল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ই-ক্যাশবুক: শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতার প্রেক্ষিত ও প্রতিক্রিয়া

সুহেনার মৃত্যু কি শুধুই দুর্ঘটনা?

আতাউর রহমান, সম্পাদক
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

🖋️ সম্পাদকীয়:
৩১ মে ২০২৫, শনিবার। বিয়ানীবাজার পৌরসভার প্রাণকেন্দ্র দক্ষিণ বাজার সিএনজি স্ট্যান্ডের সামনে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে একটি কভারভ্যান ও নম্বরবিহীন জিক্সার মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন ১৯ বছরের এক শিক্ষার্থী সুহেনা আক্তার। জীবনের সবচেয়ে সুন্দর সময়টিতে এসে, স্বপ্ন দেখা শেষও হয়নি—তার আগেই থেমে গেল জীবনের গতি।

এই মৃত্যুকে আমরা কি শুধুই দুর্ঘটনা বলে পাশ কাটিয়ে যাব? নাকি এটাকে দেখতে হবে আমাদের ব্যর্থ ব্যবস্থাপনার, আইন-শৃঙ্খলার শৈথিল্য এবং রাস্তাঘাটে অনিরাপত্তার একটি করুণ প্রতিফলন হিসেবে?

নম্বরবিহীন বাইক! বেপরোয়া কভারভ্যান! অব্যবস্থাপনার কারণে প্রতিদিন দেশের কোনো না কোনো প্রান্তে প্রাণ যাচ্ছে। এসব কি আমাদের টলাতে পারে না? ঘাতক যান দুটি আটক হয়েছে—তবে তার চেয়েও বড় প্রশ্ন: সড়ক নিরাপত্তায় নিয়মিত ও কার্যকর পদক্ষেপ কি আদৌ গ্রহণ করা হচ্ছে?

আমরা জোরালোভাবে বলতে চাই—

★দক্ষিণ বিয়ানীবাজারসহ পৌর এলাকার ব্যস্ত সড়কগুলোতে চিহ্নিত জেব্রাক্রসিং, গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা, এবং সতর্কতামূলক চিহ্ন জরুরি ভিত্তিতে স্থাপন করতে হবে।

★নম্বরবিহীন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাতে হবে।

★শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় নিয়মিত ট্রাফিক নজরদারি ও ট্রাফিক পুলিশ মোতায়েন করতে হবে।

★প্রতিটি দুর্ঘটনার পর ‘তদন্তাধীন’ শব্দটি যেন দায়মুক্তির ঢাল না হয়।

সুহেনা একজন ব্যক্তি নন কেবল; তিনি হাজারো সম্ভাবনার প্রতীক, যাকে আমরা হারিয়েছি আমাদের যৌথ দায়হীনতার কারণে।

পঞ্চখণ্ড আই. কম অনলাইন পোর্টাল-এর পক্ষ থেকে আমরা তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই এবং একইসাথে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানাই, যেন এই ঘটনার পূর্ণ তদন্ত হয় এবং ভবিষ্যতের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

আর একটি নিরাপদ সড়ক চাই—শুধু কথায় নয়, বাস্তবতায় পূর্ণতা লাভ করুক।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট