1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের নিন্দা: ভাতা বৃদ্ধির দাবিতে বিয়ানীবাজারে মানববন্ধন ও স্মারকলিপি বিয়ানীবাজারে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের মানববন্ধন কাল বুধবার অধ্যাপক সাব্বীর আহমদ: একনিষ্ঠ শিক্ষাধর্ম ও বিয়ানীবাজার সরকারি কলেজের নব প্রত্যাশা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের ভাতা আবেদন শুরু বিয়ানীবাজারে বাশিসের জরুরি সভার সিদ্ধান্ত : পুলিশের নির্যাতনের প্রতিবাদে কাল থেকে কর্মবিরতি শুরু আজ বেলা ২টা ১৫ মিনিটে দাসউরা মাদ্রাসা মাঠে সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিনের জানাজা বিয়ানীবাজারে ৭ম মাসিক জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা: গল্প-কবিতার মেলবন্ধনে প্রাণবন্ত সন্ধ্যা দাসউরার সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিন আর নেই ৩০ নভেম্বরের আগে শিক্ষাঙ্গনের ভোটযুদ্ধ : সিলেটের স্কুল-মাদ্রাসায় চলছে ম্যানেজিং কমিটি পুনর্গঠনের তোড়জোড় জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় নিয়ে অনিশ্চয়তা: ২২ দলের ঐকমত্য বৈঠক শেষ

দাসউরা উচ্চ বিদ্যালয়ে নবাগত এডহক কমিটিকে বরণ : মেধাবীদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : দাসউরা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে বরণ করে নিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। আজ ১২ মে, বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এডহক কমিটির প্রথম সভাকে ঘিরেই ছিল এ বরণ অনুষ্ঠান।

সভায় যোগদানের পূর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমানের নেতৃত্বে নবনিযুক্ত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. ফয়জুল ইসলাম এবং অভিভাবক সদস্য মুহাম্মদ আব্দুছ ছবুর বিদ্যালয়ের সকল শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের পড়ালেখার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরবর্তীতে নবাগত সভাপতির সৌজন্যে শিক্ষার্থীদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিভাবক সদস্য মুহাম্মদ আব্দুছ ছবুর এডহক কমিটির সূচনালগ্নেই ঘোষণা দেন, আগামী বার্ষিক পরীক্ষায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণিতে উত্তীর্ণ শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের যথাক্রমে ৩ হাজার, ২ হাজার ও ১ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে।

সভাপতির বক্তব্যে মো. ফয়জুল ইসলাম বলেন, “আমি এ পদের উপযুক্ত নই বলেই মনে করি। তবুও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণকে সঙ্গে নিয়ে দাসউরা উচ্চ বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকব। এজন্য এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।”

প্রধান শিক্ষক মো. আতাউর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. নজমুল ইসলাম, নবাগত অভিভাবক সদস্য মুহাম্মদ আব্দুছ ছবুর, সাবেক সদস্য মো. শরিফ উদ্দিন, সাবেক সদস্য আক্তার উজ জামান জামাল, রোটারিয়ান আব্দুশ শুকুর বাবলু, রোটারিয়ান নজরুল ইসলাম লিটন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মিছবাহ উদ্দিন। আরও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আনিসুর রহমান, শাহাবুদ্দীন ও শিক্ষক প্রতিনিধি নজরুল ইসলাম।

অনুষ্ঠানে নবাগত সভাপতি, অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিকে স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ ছাড়া, পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিদায়ী ম্যানেজিং কমিটির সভাপতি মো. নজমুল ইসলামকে বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট