পঞ্চখণ্ড আই ডেস্ক : দাসউরা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে বরণ করে নিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। আজ ১২ মে, বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এডহক কমিটির প্রথম সভাকে ঘিরেই ছিল এ বরণ অনুষ্ঠান।
সভায় যোগদানের পূর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমানের নেতৃত্বে নবনিযুক্ত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. ফয়জুল ইসলাম এবং অভিভাবক সদস্য মুহাম্মদ আব্দুছ ছবুর বিদ্যালয়ের সকল শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের পড়ালেখার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরবর্তীতে নবাগত সভাপতির সৌজন্যে শিক্ষার্থীদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিভাবক সদস্য মুহাম্মদ আব্দুছ ছবুর এডহক কমিটির সূচনালগ্নেই ঘোষণা দেন, আগামী বার্ষিক পরীক্ষায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণিতে উত্তীর্ণ শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের যথাক্রমে ৩ হাজার, ২ হাজার ও ১ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে।
সভাপতির বক্তব্যে মো. ফয়জুল ইসলাম বলেন, “আমি এ পদের উপযুক্ত নই বলেই মনে করি। তবুও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণকে সঙ্গে নিয়ে দাসউরা উচ্চ বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকব। এজন্য এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।”
প্রধান শিক্ষক মো. আতাউর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. নজমুল ইসলাম, নবাগত অভিভাবক সদস্য মুহাম্মদ আব্দুছ ছবুর, সাবেক সদস্য মো. শরিফ উদ্দিন, সাবেক সদস্য আক্তার উজ জামান জামাল, রোটারিয়ান আব্দুশ শুকুর বাবলু, রোটারিয়ান নজরুল ইসলাম লিটন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মিছবাহ উদ্দিন। আরও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আনিসুর রহমান, শাহাবুদ্দীন ও শিক্ষক প্রতিনিধি নজরুল ইসলাম।
অনুষ্ঠানে নবাগত সভাপতি, অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিকে স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ ছাড়া, পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিদায়ী এডহক কমিটির সভাপতি মো. নজমুল ইসলামকে বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯