পঞ্চখণ্ড আই ডেস্ক : প্রাথমিক শিক্ষা বিভাগের প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত ফলাফলে বিয়ানীবাজার উপজেলার মধ্যে শ্রেষ্ট সহকারী শিক্ষক(মহিলা) নির্বাচিত হলেন কসবা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুপ্রভা পাল।
নীতিমালা অনুযায়ী বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার (সভাপতি) কাজী শামীম ও ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার (সদস্য সচিব) পারভেজ তালুকদার স্বাক্ষরিত বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর বাছাই প্রতিযোগিতার সুপ্রভা পাল-কে নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচিত সুপ্রভা পাল দু’ সন্তানের মা। তিনি বিয়ানীবাজার উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) সচিব ও বিয়ানীবাজার বালিকা স্কুল ও কলেজ এর অধ্যক্ষ অসীম কান্তি তালুকদার এর অর্ধাঙ্গিনী। তিনি সকলের দোয়া প্রার্থী।