1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
ইতিকাফের আমল ও তার ফজিলত : আতাউর রহমান যাকাতের খুঁটিনাটি : আতাউর রহমান HIT/ AHIT প্রশিক্ষণে চার উপজেলার প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন বিয়ানীবাজার উপজেলার তিন প্রতিষ্ঠান প্রধান সমবায় মার্কেট ব্যবসায়ী সমিতি, বিয়ানীবাজারে জাঁকজমকপূর্ণ অভিষেক তেরাদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম স্যার আর নেই নতুন শিক্ষা উপদেষ্টা পদে যুক্ত হচ্ছেন অধ্যাপক সি আর আবরার নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ : নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা হাফিজ মুহাম্মদ তাজুল ইসলাম-এর মাতৃবিয়োগে শোক ২ মার্চ থেকে বিশাল ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান ভাষার মাসে পুরস্কার বিতরণ: জীবন একটি প্রতিযোগিতার ক্ষেত্র। যেখানে নিজেকে তৈরি করতে হয় প্রতিযোগিতার মধ্য দিয়ে: প্রধান শিক্ষক

বাংলাদেশ স্কাউটস বিয়ানীবাজারের ১৩তম ত্রি-বার্ষিক কাউন্সিল অমিমাংসিত || নির্বাচন প্রক্রিয়া মুলতবি

পঞ্চখণ্ড আই প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদক : বাংলাদেশ স্কাউটস বিয়ানীবাজার উপজেলার ১৩তম ত্রি-বার্ষিক কাউন্সিলের নির্বাচন প্রক্রিয়া অমিমাংসিত থাকায় কাউন্সিল মুলতবি ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৪-২০২৬খ্রি. মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়ায় গঠিত ৭ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটির সিদ্ধান্তহীনতার কারণে বিয়ানীবাজার উপজেলা স্কাউটস সভাপতি (পদাধিকারবলে)’র হস্তক্ষেপ চেয়ে কাউন্সিল অধিবেশন মুলতবি করা হয়।

সম্প্রতি বিয়ানীবাজার উপজেলা অডিটিরিয়ামে বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটসের বিয়ানীবাজার উপজেলার পৃষ্ঠপোষক ও উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলেছেন, আমাদের শিশু, কিশোরদেরকে আত্মনির্ভরশীল ও মূল্যবোধসম্পন্ন ভবিষ্যৎ সুনাগরিক গড়ে তোলার কর্মপ্রেরণায় উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল মাদ্রাসার শিক্ষকদের মধ্যে সমন্বয় আরও বেশি প্রয়োজন। তিনি ভোটের চেয়ে আলোচনার মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচনে সকল কাউন্সিলর, স্কাউটার ও স্কাউট আন্দোলনের সাথে সম্পৃক্তদেরকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভা মেয়র ফারুকুল হক, বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা সহসভাপতি লোকমান হোসেন, বাশিস-কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রবীণ শিক্ষক মজির উদ্দিন আনসার, সাবেক স্কাউট কমিশনার তারেক আহমদ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার পারভেজ তালুকদার, বিয়ানীবাজার স্কাউটস’র সহসভাপতি খালেদ সাইফুদ্দিন জাফরী, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের বিয়ানীবাজার উপজেলা শাখার আহবায়ক মো: আতাউর রহমান, বিয়ানীবাজার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, বাশিস-বিয়ানীবাজার উপজেলা সভাপতি আব্দুদ দাইয়ান, মাথিউরা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আলীম, বাশিস-বিয়ানীবাজার সহসভাপতি মো বেলাল আহমদ, যুগ্ম-সচিব আতিকুল ইসলাম, বাশিস প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান মুক্তা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুলেমান আহমদ, সাধারণ সম্পাদক বিমল পাল, সাবেক স্কাউট সেক্রেটারি মুহাম্মদ আনিসুর রহমান, গোবিন্দ শ্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, দাসউরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, খাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফসা বেগম, সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সেক্রেটারি সফর উদ্দিন, নালবহর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল হাসান প্রমুখ।

এবারের কাউন্সিলে বিয়ানীবাজার উপজেলার অধীন নিবন্ধিত সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রাতিষ্ঠান এবং মুক্তদলের প্রায় দুই শতাধিক কাউন্সিলার এ সম্মেলনে অংশ নেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে বিয়ানীবাজার উপজেলা স্কাউট সহসভাপতি খালেদ সাইফুদ্দিন জাফরী’র সভাপতিত্বে আগামী ২০২৪-২০২৬খ্রি. মেয়াদের নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়ায় উপস্থিত কাউন্সিলরদের সহযোগিতা চাওয়া হলে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সেক্রেটারি সফর উদ্দিন আলোচনার মাধ্যমে কমিটি গঠনের প্রস্তাব করেন। এ প্রস্তাবে কাউন্সিলরদের সম্মতিক্রমে (মাধ্যমিক স্তর থেকে) বাশিস সভাপতি আব্দুদ দাইয়ান, সহসভাপতি মো: বেলাল আহমদ, যুগ্ম সচিব আতিকুল ইসলাম, (প্রাথমিক স্তর থেকে) বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো: সুলেমান আহমদ, সাধারন সম্পাদক বিমল পাল, প্রধান শিক্ষক কবির আহমদ ও মাদ্রাসা প্রতিনিধি লায়েব আলী-কে নিয়ে ৭ (সাত) সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটি গঠিত হয়।

পরবর্তীতে সাবজেক্ট কমিটি কোন সিদ্ধান্তে উপনীত না হওয়ায় উপস্থিত কাউন্সিলরদের সমর্থিত সিদ্ধান্ত গ্রহনকারী তিন ব্যক্তিত্ব অদ্যকার সভার ভারপ্রাপ্ত সভাপতি খালেদ সাইফুদ্দিন জাফরী, সাবেক স্কাউটস কমিশনার তারেক আহমদ চৌধুরী ও প্রবীণ শিক্ষক মজির উদ্দিন আনসার ঐক্যমতের ভিত্তিতে উপস্থিত কাউন্সিলরদের জানান, পদাধিকারবলে বিয়ানীবাজার স্কাউটস সভাপতি হলেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। তাই নির্বাহী দায়িত্বের হস্তক্ষেপ ছাড়া চুড়ান্ত সিদ্ধান্ত দেয়া সম্ভব হচ্ছে না বিধায় নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া মুলতবি ঘোষণা করা হইল।

সম্মেলনের ২য় পর্বে বিয়ানীবাজার উপজেলা স্কাউটের চলতি কমিশনার আবুল হোসেনের উপস্থিতিতে স্বাগত বক্তব্যের মাধ্যমে বিগত মেয়াদের সার্বিক কার্যক্রম তুলে ধরেন উপজেলা স্কাউটের অন্তর্বতীকালীন সম্পাদক স্কাউটার মো: আব্দুল ওয়াদুদ এবং আর্থিক বিবরণী পাঠ করেন উপজেলা স্কাউটস’র কোষাধ্যক্ষ স্কাউটার মুহাম্মদ হারুনুর রশিদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে কুরআন তেলাওয়াত করেন ক্বারি আব্দুল বাসিত ও গীতা পাঠ করেন রত্নজিত দাস।

উল্লেখ্য যে, বিয়ানীবাজার উপজেলা স্কাউটস বিগত ২০২০ খ্রি. হতে অদ্যাবধি এককভাবে প্রাথমিক বিদ্যালয় সমুহের শিক্ষক নেতৃবৃন্দের অধীনে পরিচালিত হয়ে আসছে। সেই তিন বছর মেয়াদে ত্রি-বার্ষিক সম্মেলন না হওয়ায় আরও ০৬(ছয়) মাস সময় বর্ধিত করা হলে গত ১৮ জুলাই ২০২৪খ্রি. বৃহস্পতিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পক্ষান্তরে, বিগত সাড়ে তিন বছর মেয়াদে বিয়ানীবাজার উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বিয়ানীবাজার উপজেলার স্কাউটস আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট