পঞ্চখণ্ড আই ডেস্ক: বাংলাদেশ শিক্ষক সমিতি বিয়ানীবাজার উপজেলা শাখার বর্ধিত সভা বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আজ রোববার (৭জুলাই) বাশিস উপজেলা সভাপতি আব্দুদ দাইয়ান এর সভাপতিত্বে ও সচিব অসীম কান্তি তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আসন্ন উপজেলা স্কাউট সম্মেলনে মাধ্যমিক বিদ্যালয়সমুহ যোগদানের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয় এবং সমাবেশ সফল করার জন্য মাধ্যমিক বিদ্যালয়ের সকল প্রতিষ্ঠান প্রধান ও উপজেলা বাশিসের সকল সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়। এই মর্মে আগামী ৯ জুলাই, মঙ্গলবার বিকাল ২টায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সমন্বয়ে স্কাউট সমাবেশ সফল করার লক্ষ্যে এক সভা আহবান করা হয়েছে।
এ প্রসঙ্গে সম্মানজনক পদক্ষেপ গ্রহণের জন্য বিয়ানীবাজার বাশিস’র প্রাক্তন সভাপতি মজির উদ্দিন, সভাপতি আব্দুদ দাইয়ান, সিনিয়র সভাপতি আব্দুল মালিক ও প্রতিষ্ঠান প্রধান পরিষদের আহবায়ক আতাউর রহমান, বাশিস সচিব অসীম কান্তি তালুকদার, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ললিত মোহন বিশ্বাস ও পাতন আব্দুল্লাহপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের-কে সর্বসম্মত দায়িত্ব অর্পণ করা হয়।
এছাড়া উপজেলা বাশিসের ব্যানারে একটা ম্যাগাজিন প্রকাশনার জন্য প্রতিষ্ঠান প্রধান মো: আতাউর রহমান, আব্দুল মালিক, নজরুল হক, শাহেদ আহমদ চৌধুরী, মো: সাহাব উদ্দিন, শাহ হাকিম আহমদ, মো: বেলাল আহমদ-কে উপদেষ্টা করে ও আজিজুর রহমান মুক্তা (প্রকাশনা সম্পাদক), মঞ্জুরুল হক, লুৎফুর রহমান, মিছবাহ উদ্দিন, আতিকুল ইসলাম, রত্নময় দাস সমন্বয়ে ম্যাগাজিন প্রকাশনা কমিটি গঠন করা হয়। ম্যাগাজিন প্রকাশনার লেখা আহবানসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গঠিত কমিটিকে অদ্যকার সভা থেকে অনুরোধ জ্ঞাপন করা হয়।
এদিকে সভার শুরুতে সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক(ইংরেজি) মঞ্জুরুল ইসলাম এর আকস্মিক মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। একইসাথে মাথিউরা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মরহুম মঞ্জুরুল হক-এর পরিবারকে সমিতির পক্ষ মানবিক সহায়তা বাবত ৮৮,১৯১/- টাকার ব্যাংক চেক উত্তরাধিকারী পুত্র মুজাম্মেল হক শাকিল’র হাতে হস্তান্তর করা হয়। এবং কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মরহুম আকরাম হোসেনের পরিবারকে সেপ্টেম্বর প্রথম সপ্তাহে সহায়তা প্রদানের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় সভায় বক্তব্য রাখেন বাশিস কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মজির উদ্দিন আনসার, বাশিস, বিয়ানীবাজার এর সিনিয়র সভাপতি খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মালিক, দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সেলিম, বাশিস অতিরিক্ত সচিব ললিত মোহন বিশ্বাস, প্রধান শিক্ষক আবু তাহের, লুৎফুর রহমান, আতিকুল ইসলাম, আজিজুর রহমান মুক্তা, মঞ্জুরুল হক, ছয়ফুল ইসলাম। সভায় প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ, নঈম উদ্দিন, মীর মুহাম্মদ, মো: আবুল কালাম, আমিনুল ইসলাম, জহুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন নজমুল ইসলাম, মো: মিছবাহ উদ্দিন (অর্থ সচিব), মুহিবুর রহমান প্রমুখ।
বিয়ানীবাজার শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সভায় বক্তারা বলেন, শিক্ষকদের অধিকার আদায়ে আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে৷ সমিতিকে গতিশীল করতে সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে হবে। সেই সাথে আগামী দিনে আমাদের অধিকার রক্ষায় কাজ করে যেতে হবে।