1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
বৈশ্বিক মহামারির ‘লকডাউন আতঙ্ক’ আজ রাজনীতিতে! যুক্তরাষ্ট্রে ডা: খালেদ’র মাতৃবিয়োগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা! ২০২৬ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি প্রক্রিয়া শুরু ১৯ নভেম্বর অর্ধশতাব্দীর অপেক্ষা: করতী খালে সেতুহীন দুর্ভোগে বিয়ানীবাজারের প্রান্তিক ২০ হাজার মানুষ নির্দিষ্ট বেতনসীমা অতিক্রমে সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে কর কর্তন বাধ্যতামূলক ডিউটির সময় ইনচার্জ ছাড়া পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি ডিএমপির প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ বাতিলের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যের বিকল্প নেই — জাতীয় সাংবাদিক সংস্থা

বিয়ানীবাজারবাসীর বড় ক্ষতি করে গেলেন সিলেটের বিদায়ী ডিসি মুরাদ

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

তীব্র বিতর্কের মুখে সিলেট ছাড়ছেন বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ শের মাহবুব মুরাদ। সাদা পাথর কেলেঙ্কারিতে জড়িয়ে তাকে ওএসডি করা হয়েছে। তবে দায়িত্বকালীন সময়ে বিয়ানীবাজারসহ পূর্ব সিলেটের উন্নয়ন প্রকল্পগুলোতে নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

● চারলেন মহাসড়ক প্রকল্পে বাধা

সিলেট-বিয়ানীবাজার-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পটি ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখনো ১০ শতাংশ কাজও সম্পন্ন হয়নি। ৪ হাজার ২৫৭ কোটি টাকার এই প্রকল্পে বিশ্বব্যাংক ২ হাজার ৮৮৬ কোটি টাকা ঋণ দিচ্ছে, বাকিটা সরকার বহন করছে।

গত ২৯ এপ্রিল সিলেট জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় চারলেন সড়ক নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়। পরে ডিসি মুরাদ ৮ মে এ মতামত মন্ত্রণালয়ে পাঠান। খবরটি ছড়িয়ে পড়লে চার উপজেলার মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন। স্থানীয় সংগঠনগুলো দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেয়।

● সেতু নির্মাণেও টালবাহানা

ডিসি মুরাদের দায়িত্বকালীন সময়ে শিকপুর–বহরগ্রাম সেতুর জমি অধিগ্রহণে অনিয়ম ও টালবাহানার অভিযোগ ওঠে। ফলে সেতুর কাজ বন্ধ হয়ে যায়। দ্রুত কাজ শুরু করতে স্থানীয়রা আন্দোলনে নামেন। সুজন বিয়ানীবাজার শাখার সভাপতি এডভোকেট আমান উদ্দিনের মতে, এ সেতু বাস্তবায়ন হলে পূর্ব সিলেটের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে।

●“সদিচ্ছার অভাবেই বিলম্ব” – স্থানীয়দের অভিযোগ

সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প বিলম্বের জন্য ভূমি অধিগ্রহণ জটিলতাকে দায়ী করা হলেও স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, ডিসির সদিচ্ছা থাকলে সমস্যা দ্রুত সমাধান সম্ভব ছিল।

এক বছর আগে ক্রান্তিকালে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব পান মুহাম্মদ শের মাহবুব মুরাদ। দায়িত্বকালে তিনি একাধিকবার বিয়ানীবাজার সফর করেন, তবে উন্নয়ন প্রকল্পে বাস্তব অগ্রগতি হয়নি।

সিলেট জেলা জজ আদালতের আইনজীবী এডভোকেট দেলোওয়ার হোসেন দিলু মন্তব্য করেছেন— “তিনি সিলেট বিদ্বেষী।”
এছাড়া ডিসি মুরাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে বিয়ানীবাজারের সচেতন মহলে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট