1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
অর্থখাতে রূপান্তর: দূর্বল পাঁচ ব্যাংক মিলে হচ্ছে নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’ সিলেটে অবৈধ সিএনজি অপসারণে আল্টিমেটাম : ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কলেজছাত্রী ফরিদা তরুণদের মেধা-শক্তি দিয়ে দেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ : খাজাঞ্চিবাড়ি স্কুলের দুই শিক্ষক বরখাস্তের ঘটনায় আদালতের নির্দেশ ছাত্র সংসদ নির্বাচন : বিয়ানীবাজার সরকারি কলেজে সময়ের দাবি ইতিবাচক চিন্তা : জাতির ভবিষ্যতের আলোকবর্তিকা নেপাল ও বাংলাদেশের সরকার পতনে মিল-অমিল ৩৩ বছর পর জাকসু নির্বাচন: ভিপি জিতু, জিএস মাজহারুল ও এজিএস ফেরদৌস বিয়ানীবাজারে সাঁতার প্রতিযোগিতায় গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

রোটারিয়ানদের উদ্যোগে বিয়ানীবাজারের জান্নাতুল উম্মা মাদ্রাসায় বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

শিক্ষা ও পরিবেশ সচেতনতাকে একসাথে ধারণ করে জান্নাতুল উম্মা বালিকা আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হলো একটি সেবাধর্মী অনুষ্ঠান—বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ। রোটারি ক্লাব অব বিয়ানীবাজার এই মহতী আয়োজনের আয়োজন করে, যেখানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ প্রাণবন্ত উপস্থিতি জানান।

আজ (৩১ জুলাই ২০২৫) বিয়ানীবাজার উপজেলার জান্নাতুল উম্মা বালিকা আলিম মাদ্রাসার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারিয়ান হাসান আহমদ, প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব বিয়ানীবাজার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রোটারিয়ান কামাল হোসেন এবং উপস্থিত রোটারিয়ানদের শপথ বাক্য পাঠ করান ক্লাব সেক্রেটারি ডা. আব্দুস সালাম মুক্তা। অনুষ্ঠানের সমাপনীতে রোটারিয়ান পি.পি ডা. আবু ইসহাক উভয় অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিস্ট ও সমাজচিন্তক আতাউর রহমান।
তিনি বলেন—

“বৃক্ষরোপণ আমাদের ভবিষ্যতের জন্য প্রাকৃতিক নিরাপত্তার চাবিকাঠি। একটি গাছ মানে একাধিক প্রাণের বাঁচন, একটুকু ছায়া, আর একটি পরিবেশবান্ধব পৃথিবীর স্বপ্ন। আর শিক্ষা উপকরণ বিতরণ শুধুই কলম বা খাতা নয়—এটি একজন শিক্ষার্থীর হাতে একটি সম্ভাবনার চাবি তুলে দেওয়ার নাম।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন—

“প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতিটি বইয়ের পৃষ্ঠা, প্রতিটি আয়াত ও হাদীস চর্চা, তোমাদের ভবিষ্যতের ভিত্তি নির্মাণ করছে। শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই হলো প্রকৃত শিক্ষা। আর সে ভালো মানুষ হবার জন্য চাই—সততা, ধৈর্য, দায়িত্ববোধ ও আল্লাহভীতি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারিয়ান আলী আহমদ (ট্রেজারার), রোটারিয়ান দেলোয়ার হোসেন(ভাইস প্রেসিডেন্ট), রোটারিয়ান সাব্বির আহমদ (ভাইস প্রেসিডেন্ট), রোটারিয়ান ডা. আব্দুস সালাম মুক্তা (সেক্রেটারি), রোটারিয়ান আবুল কালাম খোকন, মাদ্রাসার উপদেষ্টা সদস্য কয়েস আহমদ প্রমুখ।

মাদ্রাসার পক্ষে বক্তব্য রাখেন সভাপতি সফির আহমদ খান ও সুপারিন্টেনডেন্ট মুহাম্মদ আবুল কালাম।

বর্তমানে মাদ্রাসায় ১৯ জন শিক্ষক ও ১২টি শ্রেণিতে মোট ৫৫৮ জন শিক্ষার্থী অধ্যয়নরত, যার মধ্যে ৮২ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় ও মাদ্রাসা চত্ত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচির জন্য ক্লাব প্রেসিডেন্ট হাসান আহমদ, রোটারিয়ান দেলোয়ার হোসেন-কে ধন্যবাদ জানান।

রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের এই ব্যতিক্রমী সেবাধর্মী উদ্যোগ সবার মাঝে প্রশংসিত হয়েছে এবং এটি সমাজে শিক্ষাবান্ধব, পরিবেশবান্ধব ও মূল্যবোধভিত্তিক সচেতনতা গড়ে তুলবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন খাদিজা বিনতে কালাম নাছিহা, দেশাত্মবোধক গান পরিবেশ করে তামান্না আক্তার, জাতীয় সংগীত পরিবেশনা করেন তামান্না আক্তার সালমা, সানিয়া ইসলাম, লিজা বেগম সহ শিক্ষার্থীরা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট