পঞ্চখণ্ড আই রিপোর্টার :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩৬টি আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর পল্টনের জামান টাওয়ারে দলটির এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত প্রার্থীদের মধ্যে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য এডভোকেট জাহিদুর রহমান দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি একইসাথে সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক এবং প্রবাসী অধিকার পরিষদ (যুক্তরাজ্য শাখা)-এর সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।