আতাউর রহমান, বিয়ানীবাজার, ২৩ জুলাই ২০২৫ (পঞ্চখণ্ডআই):
“বস্থাপচা নির্বাচন নয়, চাই স্বচ্ছতা, লেভেল প্লেয়িং মাঠ ও নিরপেক্ষ প্রশাসন। মাস্তানি নয়, চাই জনগণের মতপ্রকাশের অধিকার।”—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি বলেন,
“দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ না হলে কোনো নির্বাচনেরই গ্রহণযোগ্যতা থাকবে না। যারা আল্লাহকে ভয় করে না, তারা দেশের সম্পদকে শ্বশুরবাড়ির যৌতুক ভাবছে। এদেশ কোনো দলের নয়—এদেশ জনগণের।”
তিনি আজ ২৩ জুলাই (বুধবার) বিকেলে বিয়ানীবাজার শহরতলীর ইউসুফ কমপ্লেক্স প্রাঙ্গণে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন—
“আমরা জুলাই ট্র্যাজেডির শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমাদের স্বেচ্ছাসেবকরা সনাতনী পুজামণ্ডপেও দায়িত্ব পালন করেছে। ৫ আগস্টের ঘটনার কোনো মাস্টারমাইন্ড নেই, এটা আল্লাহর পক্ষ থেকেই জালিমদের বিরুদ্ধে প্রতিবাদ। আমরা কৃতিত্বের দাবি করছি না, আল্লাহই পরিবর্তনের নিয়ন্তা।”
সভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন—
“৫ আগস্টের পর বাংলাদেশে নতুন সম্ভাবনার সূচনা হয়েছে। আমাদের লক্ষ্য দূর্নীতিমুক্ত, আত্মনির্ভরশীল এবং রাহাজানিমুক্ত বাংলাদেশ গঠন। জামায়াতের প্রতিটি কর্মীকে মানুষের কল্যাণে নিবেদিত হতে হবে।”
সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী, ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন—
“এই নির্বাচনী এলাকায় রাস্তাঘাটসহ মৌলিক উন্নয়নের বিষয়গুলো নিয়ে আমি প্রশাসনের সঙ্গে কাজ করছি। অচিরেই সাধারণ মানুষ এর সুফল পাবেন।
আমরা উন্নয়নের গল্প শুনাতে আসিনি—মানুষের মৌলিক দাবি পূরণের জন্য রাজনীতি করছি। দাড়িপাল্লা প্রতীকের পক্ষে এখন থেকেই মাঠে নামার সময় এসেছে।
বিয়ানীবাজার-গোলাপগঞ্জের ঘরে ঘরে আমার সালাম পৌঁছে দিন, দূর্নীতিমুক্ত সমাজ গঠনে দাড়িপাল্লায় ভোট চাই।”
সমাবেশে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম।
সভায় আরও বক্তব্য রাখেন— কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জিন্নুর আহমদ চৌধুরী,পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর রেহান আহমদ রায়হান, বিয়ানীবাজার জামায়াতের নায়েবে আমীর মোস্তফা উদ্দিন ও আবুল খায়ের, সহকারী সেক্রেটারি রুকন উদ্দিন, আব্দুল হামিদ ও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আহবাব হোসেন মুরাদ প্রমুখ।
সভা সঞ্চালনা করেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কাশেম এবং পৌর জামায়াতের সেক্রেটারি কাজী জমির হোসাইন।
সুধী সমাবেশে বিয়ানীবাজার উপজেলা জামায়াত ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।