1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
উত্তর বিয়ানীবাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন রাজনীতির মাঠে শাইলক চরিত্র ও ঐক্যের পরীক্ষা ১২ রবিউল আউয়াল: শান্তির দূত প্রিয় নবীর জন্মদিনে অঙ্গীকার সিলেটের ডিসি সরোয়ারকে নিয়ে ড. আসিফ নজরুলের স্মৃতিচারণ যুক্তরাষ্ট্র থেকে শিকলে বাঁধা যাত্রা শেষে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে জাতিসংঘের পূর্ণ সমর্থন সাবিনা খান পপির শোডাউন: সিলেট-৬ আসনে বিএনপির বিজয়ের অঙ্গীকার বিয়ানীবাজার সমাজসেবা কর্মকর্তা ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত বিয়ানীবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা : জনগণের সরকার গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শামীমের শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি-সদস্যরা সংসদ নির্বাচনে অযোগ্য

বিয়ানীবাজারে ফেসবুক স্টেটাস ঘিরে বিতর্ক: শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান

আতাউর রহমান, প্রধান প্রতিবেদক ও সমাজচিন্তক
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

আতাউর রহমান :
সাম্প্রতিক সময়ে বিয়ানীবাজারের দু’জন পরিচিত ব্যক্তিত্ব—সাংবাদিক হাসানুল হক উজ্জ্বল এবং উপজেলা বিএনপির সেক্রেটারি সরোয়ার হোসেন’র ফেসবুক স্টেটাস ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু উত্তপ্ত প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। এসব স্টেটাস নিয়ে নানা ব্যাখ্যা, মন্তব্য ও পাল্টা মন্তব্যের মধ্য দিয়ে একটি বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হলেও, সচেতন নাগরিকরা বিষয়টিকে শান্তিপূর্ণভাবে মোকাবেলার আহ্বান জানিয়েছেন।

দু’ জনই নিজ নিজ ক্ষেত্রে সুপরিচিত—একজন গণমাধ্যমের একজন সক্রিয় প্রতিনিধি, অন্যজন রাজনৈতিক অঙ্গনের অভিজ্ঞ নেতা। মতপার্থক্য থাকতেই পারে, তবে সেটি যেন কখনোই ব্যক্তি বিদ্বেষ বা সামাজিক অস্থিরতার দিকে না যায়—এই বার্তাই ছড়িয়ে পড়ছে নানা মহল থেকে।

বিয়ানীবাজারের একাধিক বিশিষ্ট নাগরিক বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই রয়েছে। তবে সেটি যেন শালীনতা ও দায়িত্বশীলতার মধ্যে থাকে—এটা প্রত্যেকেরই কাম্য।”

তারা আরও বলেন, বিয়ানীবাজার একটি ঐতিহ্যবাহী ও প্রগতিশীল জনপদ। এখানে মতের ভিন্নতা থাকবে, থাকবে মতবিনিময়ও। তবে তা যেন সামাজিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য নষ্ট না করে, বরং গণতান্ত্রিক চর্চাকে আরও সমৃদ্ধ করে।

এদিকে, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সেক্রেটারি সরোয়ার হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে জানান, সাংবাদিক হাসানুল হক উজ্জ্বল ভাইয়ের সাথে আমার মনের কোন অমিল নেই। মতের অমিল থাকতেই পারে। রাজনীতিতে ব্যক্তিগত বিষয় কাম্য নয়। আমার শব্দ চয়নে আমি দু:খিত। অপরদিকে, প্রবাসে বসবাসরত সাংবাদিক হাসানুল হক উজ্জ্বল এর সাথে ফোনে যোগাযোগ করে সংযোগ পাওয়া যায়নি। তবে উভয় ব্যক্তির ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে, তারা নিজেদের বক্তব্য নিয়ে কোনো ধরনের অপব্যাখ্যা বা নেতিবাচক প্রচারণা পছন্দ করেন না এবং সব সময় শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে।

সাধারণ মানুষও আশা করছেন, ফেসবুক স্টেটাস ঘিরে উদ্ভূত ভুল বোঝাবুঝি অচিরেই নিরসন হবে এবং বিয়ানীবাজারের সামাজিক সম্প্রীতির ঐতিহ্য আরও দৃঢ় হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম হোক দায়িত্বশীল মতবিনিময়ের ক্ষেত্র—এমনটাই প্রত্যাশা সচেতন নাগরিক সমাজের।


Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট