পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজার উপজেলায় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপিত হয়েছে। উপজেলা কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারুণ্যের উৎসব যথাযথ মর্ঝাদায় উদযাপিত হয়।
আজ মঙ্গলবার(৩০ জানুয়ারি) উপজেলা কেন্দ্রিক আয়োজিত সকল ইভেন্টের পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় ইউএনও গোলাম মুস্তফা মুন্না বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে আমাদেরকে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তফা মুন্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সুজন মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান প্রমুখ।
সমাপনী দিনে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। পাশাপাশি স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক আন্ত স্কুল বিতর্ক এবং কলেজ পর্যায়ে ‘ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যাক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ন’ শীর্ষক বিতর্কের আয়োজন করা হয়।
অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে দাসউরা উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর রানার আপ হয় বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। সিনিয়র গ্রুপে বিয়ানীবাজার সরকারি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ও রানার আপ হয় বৈরাগীর বাজার সিনিয়র মাদ্রাসা।
তারুণ্যের ভাবনায় উন্মুক্ত কর্মশালায় শ্রেষ্ঠ দল হিসাবে চ্যাম্পিয়ন পুরস্কার অর্জন করে দাসউরা উচ্চ বিদ্যালয়।
এদিকে গত ২৯ জানুয়ারি অনুষ্ঠিত বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে খলিল চৌধুরী বিদ্যানিকেতন দল, দ্বিতীয় হয়েছে ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় ও তৃতীয় হয়েছে পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় দল।
স্টল প্রদর্শনীতে জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে চারখাই উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও তৃতীয় হয়েছে বিয়ানীবাজার জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়। সিনিয়র গ্রুপে প্রথম হয়েছে বিয়ানীবাজার সরকারি কলেজ, দ্বিতীয় হয়েছে বৈরাগী বাজার সিনিয়র মাদ্রসা ও তৃতীয় হয়েছে বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ।
এদিকে গত ১১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিয়ানীবাজার উপজেলার সকল মাধ্যমিক স্তরের ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল স্কুল-মাদ্রাসায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। উপজেলার আওতাধীন স্কুল, কলেজ ও মাদরাসায় রচনা, কুইজ, জুলাই-৩৬ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
এরই অংশ হিসেবে আজ ৩০ জানুয়ারি বাগবাড়ি মডেল উচ্চ বিদ্যালয়ে পালিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ ‘তারুণ্যের উৎসব-২০২৫’। এ উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাশিস বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুদ দাইয়ান, প্রধান বক্তার বক্তব্য রাখেন কলামিস্ট ও উপজেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের শহীদ সুহেল আহমদ এর বাবা তছহুর আলীসহ বিশেষ অতিথির বক্তব্য রাখেন চারখাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো: হাকিম, শেওলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, নালবহর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফ হাসান, স্কুল প্রেমি অভিভাবক নজমুল হুদা, নজরুল ইসলাম, মিবু মিয়া প্রমুখ।
একই রকম অনুষ্ঠান উদযাপন করেছে কুড়ারবাজার উচ্চ বিদ্যালয়, ঘুঙ্গাদিয়া বড়দেশ বালিকা উচ্চ বিদ্যালয়।
গত ২৮ জানুয়ারি নালবহর উচ্চ বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয় তারুণ্যমেলা। প্রধান শিক্ষক বেলাল আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার শ্রেষ্ঠ গুণী প্রতিষ্ঠান প্রধান মোঃ আতাউর রহমান। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি বুরহান উদ্দিন সুফি, মাথিউরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সমাজসেবী সফর উদ্দিন, মুজিব উদ্দিন প্রমুখ।
গত ২৩ জানুয়ারি উপজেলার তিলপারা ইউনিয়নের ঐতিহ্যবাহী দাসউরা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিদ্যালয় চত্ত্বরে শিক্ষার্থীদের আয়োজনে ১০টি স্টলসহ বিভিন্ন পসরায় তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়। স্টলগুলো পরিদর্শন করেন বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি মজির উদ্দিন আনসার, সচিব অসীম কান্তি তালুকদার, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ললিত মোহন বিশ্বাস, কুড়ারবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম, বাগিবাড়ি মডেল স্কুলের আজিজুর রহমান মুক্তা, দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি মোঃ নজমুল ইসলাম, প্রাক্তন অভিভাবক সদস্য মোঃ শরীফ উদ্দিন প্রমুখ।