1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
৭৩ বছরে নজিরবিহীন শীত : সিলেট বিভাগেও ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের প্রভাব সিলেটে আরও চার প্রার্থীর মনোনয়ন বৈধ, এনসিপি প্রার্থীর বাতিল শিশুদের বই পেতে, জটিলতার বোঝা কেন? সিলেটের ৬টি আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৩৫ বৈধ, বাতিল ৭ ও স্থগিত ৫ বিয়ানীবাজার প্রেসক্লাবের আসবাবপত্র ক্রয়ে নগদ অনুদান দিলেন হাজী মুহাম্মদ আব্দুস সবুর “শব্দের ভেতর আমি” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হলফনামায় সিলেটের বিএনপি প্রার্থীদের অর্থনৈতিক বৈষম্য: নগদ অর্থ ও সম্পদের ফারাক বিয়ানীবাজারে পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ মাদক কারবারিসহ চারজন গ্রেফতার বিয়ানীবাজারে ইসলামিক ফাউন্ডেশনের বইবঞ্চিত ৯ শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীরা: থমকে যাচ্ছে শিশুদের পড়াশোনা বৈরাগীবাজারে পিবিএলএস’র শীতবস্ত্র ও সংবর্ধনায় সম্মানিত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার

শিক্ষায় আমূল সংস্কারের উদ্যোগ নেবো: ড. ইউনূস

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষা ক্ষেত্রে চরম নৈরাজ্য সৃষ্টি করেছিলো মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা শিক্ষায় আমূল সংস্কারের উদ্যোগ নেবো। এটা আমাদের অন্যতম অঙ্গীকার। পাঠ্যক্রমও সংস্কার করা হবে।

রোববার সন্ধ্যায় জাতীর উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা তার ভাষণে প্রয়োজনীয় সংস্কার করে অংশগ্রহণমূলক নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আমরা দেশ শাসনের মানুষ নই। আমাদের ছাত্রদের আহ্বানে এসেছি। তারা যখনই বলবে, আমরা চলে যাবো। তবে চূড়ান্ত সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক আলোচনা থেকেই এটা আসতে হবে।

নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র-জনতার আন্দোলনের কারণে আমরা পেয়েছি, সে সুযোগ কিছুতেই হারিয়ে যেতে দেবো না।

তিনি বলেন, বিভিন্ন আইনের নিপীড়নমূলক ধারা সংশোধন করা হবে। প্রধান উপদেষ্টার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

ভাষণের শুরুতে আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে আন্দোলনে নিহত ছাত্র–জনতাকে স্মরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের হাতে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। এতো দিন দেশে যেভাবে দুর্নীতি হয়েছে, তা বোঝাতে সাবেক প্রধানমন্ত্রীর পিওনেরও ৪০০ কোটি টাকার মালিক হওয়ার তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে স্বৈরাচার তাঁর নিজের, পরিবারের ও দলের কিছু মানুষের স্বার্থ হাসিলের পথ তৈরি করে দিয়েছে। আর্থিক খাত ও শেয়ার বাজারে লুটপাটের কথা উল্লেখ করেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

ছাত্র–জনতার স্বপ্ন পূরণে কাজ করার জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একটি উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবেন তিনি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট