1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
নির্বাচনী স্বচ্ছতায় সিলেট-৬ জনপদের উন্নয়ন— হেলিকপ্টার প্রতীকের প্রার্থী হাফিজ মুহাম্মদ ফখরুল ইসলামের স্পষ্ট অবস্থান সিলেট-৬ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন: প্রচারণার মাঠে প্রার্থীরা শিক্ষা ও মানবিক মূল্যবোধে আলোকিত শ্রীধরা: অনুষ্ঠিত হলো ‘আলহাজ্ব আব্দুল শফিক মেধাবৃত্তি’ প্রদান অনুষ্ঠান সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী এমরান আহমদ চৌধুরী, জল্পনার অবসান ফেইক আইডি ও আধুনিক মুনাফিকির অদৃশ্য আসামিরা “গদির জন্য নয়, দীনের খেদমতের জন্য রাজনীতি—ফুলতলীর আওলাদরা কওমের পাহারাদার” : আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী “জ্ঞানের আলোয় আলোকিত হোক এই জনপদ” — চারখাইয়ে ২৯ শিক্ষার্থীর মাঝে স্কলারশিপ প্রদান আল্লামা ফুলতলী ছাহেব (র.)-এর ১৮তম ঈসালে সওয়াব মাহফিল সম্পন্ন || বালাই হাওরে লাখো ভক্ত-আশিকানের ঢল সিলেট-৫ ও সিলেট-৬ আসনে বিএনপি–জমিয়ত সমঝোতায় টানাপোড়েন, জটিল হচ্ছে ভোটের সমীকরণ অপপ্রচার ও কুৎসা রটনার বিরুদ্ধে প্রতিবাদ; ফেসবুকে বক্তব্য দিলেন চেয়ারম্যান হাজী আব্দুল মান্নান

নির্বাচনী স্বচ্ছতায় সিলেট-৬ জনপদের উন্নয়ন— হেলিকপ্টার প্রতীকের প্রার্থী হাফিজ মুহাম্মদ ফখরুল ইসলামের স্পষ্ট অবস্থান

পঞ্চখণ্ড আই প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদক:
সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হাফিজ মুহাম্মদ ফখরুল ইসলাম(হেলিকপ্টার) বিয়ানীবাজার প্রেসক্লাবে নির্বাচনী স্বচ্ছতা থেকে আয়োজিত “আমাদের জনপদের উন্নয়ন ভাবনা” শীর্ষক মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দানের মধ্য দিয়ে তার স্পষ্ট অবস্থান তুলে ধরেন।

প্রশ্ন ১ : আগের রাতে সীল মারা বা কেন্দ্র দখলের আশঙ্কা নিয়ে আপনার মত কী?
হাফিজ মুহাম্মদ ফখরুল ইসলাম : কেন্দ্রে আগের রাতেই অনিয়মের পরিকল্পনা কারো সফল হবে না। একটি কেন্দ্রেও যেন জাল ভোট বা দখলবাজির সুযোগ কেউ না পায়, সেক্ষেত্রে ভোটার, স্থানীয় মানুষ ও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই সতর্কভাবে কেন্দ্র পর্যবেক্ষণ করলে কোনো অনিয়ম টেকসই হবে না। জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রশ্ন ২ : সুরমা–কুশিয়ারা নদীর ভাঙন ও জলাবদ্ধতা রোধে আপনার দীর্ঘমেয়াদি পরিকল্পনা কী?
হাফিজ মুহাম্মদ ফখরুল ইসলাম : নদীভাঙন ও জলাবদ্ধতা এই জনপদের স্থায়ী সংকট। আমি নির্বাচিত হলে নদী শাসন, টেকসই বাঁধ নির্মাণ, নিয়মিত ড্রেজিং এবং পানি নিষ্কাশনের আধুনিক ব্যবস্থা গ্রহণে জাতীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ নেব। এটি একদিনের কাজ নয়—দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।

প্রশ্ন ৩ : গোলাপগঞ্জে গ্যাস সরবরাহ ঘাটতি—সমাধান কীভাবে করবেন?
হাফিজ মুহাম্মদ ফখরুল ইসলাম : সমগ্র দেশে গ্যাস গেলেও আমাদের এলাকায় এখনো বহু জায়গায় সংযোগ নেই, কোথাও আবার সার্ভিস সংকট। আমি এ সমস্যাকে অগ্রাধিকার দেব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নতুন সংযোগ সম্প্রসারণ এবং বিদ্যমান লাইনের মানোন্নয়নে সংসদে জোরালো ভূমিকা রাখব।

প্রশ্ন ৪ : সীমান্ত নিরাপত্তা ও বিএসএফ সংশ্লিষ্ট ঘটনাগুলো নিয়ে আপনার প্রতিক্রিয়া কী?
হাফিজ মুহাম্মদ ফখরুল ইসলাম : সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমি মনে করি, কূটনৈতিকভাবে সীমান্ত সমস্যা সমাধান এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে চরমপন্থী তৎপরতা রোধে সীমান্ত রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে হবে।

প্রশ্ন ৫ : শিক্ষা ও স্বাস্থ্য খাতে ঘাটতি—আপনার উদ্যোগ কী হবে?
হাফিজ মুহাম্মদ ফখরুল ইসলাম : এই অঞ্চলে আরও হাইস্কুল, কলেজ ও মানসম্মত স্বাস্থ্যকেন্দ্র প্রয়োজন। আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন এবং সরকারি স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে কাজ করব। এমপি হলে ব্যক্তিগত চিকিৎসাও সরকারি স্বাস্থ্যকেন্দ্রেই গ্রহণ করব—এটাই আমার অঙ্গীকার।

প্রশ্ন ৬ : দুর্গম অঞ্চলে প্রশাসনিক ও সেবা পৌঁছাতে বিশেষ ব্যবস্থা প্রয়োজন কি?
হাফিজ মুহাম্মদ ফখরুল ইসলাম : দুর্গম গ্রামাঞ্চলে সেবা পৌঁছাতে বিশেষ পরিকল্পনা দরকার। উন্নয়ন বরাদ্দ যেন সঠিকভাবে ব্যবহৃত হয়, সে জন্য স্বচ্ছ তদারকি এবং প্রয়োজন অনুযায়ী বিশেষ প্রকল্প গ্রহণের পক্ষে আমি।

প্রশ্ন ৭ : পরিবেশ, বন্যা বাঁধ, সেতু ও স্যানিটেশন ইস্যুতে আপনার প্রস্তাব কী?
হাফিজ মুহাম্মদ ফখরুল ইসলাম : টেকসই বাঁধ, ঝুঁকিপূর্ণ সেতুর সংস্কার ও আধুনিক স্যানিটেশন ব্যবস্থা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আমি পরিবেশের ভারসাম্য রক্ষা করে এসব অবকাঠামো উন্নয়নে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করব।

প্রশ্ন ৮ : হস্ত ও কুটির শিল্প এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন বিষয়ে আপনার বক্তব্য কী?
হাফিজ মুহাম্মদ ফখরুল ইসলাম : গোলাপগঞ্জ–বিয়ানীবাজার হস্ত ও কুটির শিল্পের অপার সম্ভাবনাময় এলাকা। প্রশিক্ষণের মাধ্যমে যুবক ও নারীদের স্বাবলম্বী করা সম্ভব। পাশাপাশি এটি আলেম–উলামা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অঞ্চল। আমি এসব স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে শুরু থেকেই কাজ করব—ইনশাআল্লাহ।

হাফিজ মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “আমি আপনাদের ঘরের সন্তান। আপনারা যদি মনে করেন আমার কথাগুলো এই জনপদের উন্নয়নের জন্য প্রয়োজন, তাহলেই আমাকে ভোট দেবেন। আল্লাহর রহমতে সংসদে যেতে পারলে গোলাপগঞ্জ–বিয়ানীবাজারের দুর্দশা লাঘবে আমি জনগণের কাতারেই থাকব।”

২১ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার সন্ধ্যা) বিয়ানীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়জুল হক শিমুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত প্রশ্ন–উত্তর পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান এবং কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ। এ সময় আরও বক্তব্য দেন পৌর জমিয়তে উলামায়ে ইসলামের সেক্রেটারি হাফিজ আব্দুল্লাহ, প্রেসক্লাব সদস্য আবুল হাসান, এম এ ওমরসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উল্লেখ্য, সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হাফিজ ফখরুল ইসলাম প্রথমে জমিয়তে উলামায়ে ইসলাম থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিলেও দল কিংবা কোনো জোট থেকে মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট