1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষা ও মানবিক মূল্যবোধে আলোকিত শ্রীধরা: অনুষ্ঠিত হলো ‘আলহাজ্ব আব্দুল শফিক মেধাবৃত্তি’ প্রদান অনুষ্ঠান সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী এমরান আহমদ চৌধুরী, জল্পনার অবসান ফেইক আইডি ও আধুনিক মুনাফিকির অদৃশ্য আসামিরা “গদির জন্য নয়, দীনের খেদমতের জন্য রাজনীতি—ফুলতলীর আওলাদরা কওমের পাহারাদার” : আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী “জ্ঞানের আলোয় আলোকিত হোক এই জনপদ” — চারখাইয়ে ২৯ শিক্ষার্থীর মাঝে স্কলারশিপ প্রদান আল্লামা ফুলতলী ছাহেব (র.)-এর ১৮তম ঈসালে সওয়াব মাহফিল সম্পন্ন || বালাই হাওরে লাখো ভক্ত-আশিকানের ঢল সিলেট-৫ ও সিলেট-৬ আসনে বিএনপি–জমিয়ত সমঝোতায় টানাপোড়েন, জটিল হচ্ছে ভোটের সমীকরণ অপপ্রচার ও কুৎসা রটনার বিরুদ্ধে প্রতিবাদ; ফেসবুকে বক্তব্য দিলেন চেয়ারম্যান হাজী আব্দুল মান্নান শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনি সমাবেশ নিষিদ্ধ শিক্ষার্থীর ভবিষ্যৎ এবং অভিভাবকের দায়িত্ব: নম্বরের বাইরে তাকানোর শিক্ষা

শিক্ষা ও মানবিক মূল্যবোধে আলোকিত শ্রীধরা: অনুষ্ঠিত হলো ‘আলহাজ্ব আব্দুল শফিক মেধাবৃত্তি’ প্রদান অনুষ্ঠান

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক:

শিক্ষা, মেধা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্ম গঠনের প্রত্যয়ে শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হলো “আলহাজ্ব আব্দুল শফিক মেধাবৃত্তি” প্রদান অনুষ্ঠান।

শিক্ষার্থীদের সাফল্যকে সম্মান জানানো এবং শিক্ষায় অনুপ্রেরণা জোগাতে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষাবিদ, সমাজসেবী, প্রবাসী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সরব উপস্থিতিতে শ্রীধরা গ্রাম পরিণত হয় এক আনন্দঘন শিক্ষানন্দনের মিলনমেলায়।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সুষ্ঠু ও ভাবগম্ভীর পরিবেশে শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে “আলহাজ্ব আব্দুল শফিক মেধাবৃত্তি” প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষক আলহাজ্ব আব্দুল শফিক নিজ উদ্যোগে এই মহৎ মেধাবৃত্তি কার্যক্রম চালুর প্রেক্ষাপটে বলেন, “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। আমি বিশ্বাস করি—মেধাবী শিক্ষার্থীদের সময়মতো উৎসাহ ও সহায়তা পেলে তারা দেশ ও সমাজের জন্য সম্পদে পরিণত হয়। গ্রামের দরিদ্র ও মেধাবী সন্তানদের পড়াশোনায় আগ্রহী করে তুলতেই এই মেধাবৃত্তি কার্যক্রমের সূচনা। আমার একান্ত কামনা, এই বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়—শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার অনুপ্রেরণা হয়ে উঠুক। ভবিষ্যতেও আল্লাহ তাআলা শক্তি দিলে এ উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পারভেজ তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহেদা ইয়াসমিন হেপী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর মো. শামছ উদ্দিন। তিনি বলেন, “বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি যারা এবার বৃত্তি পায়নি, সবাই প্রশংসার দাবিদার। কান, নাক ও চোখ—এই তিনটি ইন্দ্রিয় যদি সৎ ও সুস্থ থাকে, তবে মানুষের নৈতিকতা সমৃদ্ধ হয়। নৈতিক মানুষ গড়ে উঠলে সমাজ ও দেশ উন্নতির পথে এগিয়ে যায়। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি ইতিহাস-ঐতিহ্য জানার আগ্রহ রাখতে হবে এবং শিক্ষকদের সম্মান করতে হবে—তবেই প্রকৃত মানুষ হওয়া সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতাউর রহমান। তিনি বলেন, “পৃষ্ঠপোষক আলহাজ্ব আব্দুল শফিক সাহেব ও তাঁর যুক্তরাজ্যপ্রবাসী সন্তানদের উদ্যোগে এই মহৎ মেধাবৃত্তি কার্যক্রম চালু হয়েছে—আল্লাহ তাআলা তাঁদের দীর্ঘায়ু দান করুন। আজকের এই সম্মিলিত উপস্থিতি অনুষ্ঠানকে মর্যাদা ও প্রেরণায় সমৃদ্ধ করেছে। বিশেষ করে শ্রীধরা গ্রামের রেমিট্যান্স যোদ্ধারা গ্রামের উন্নয়নের নিয়ামক শক্তি—তাঁদের অবদান প্রশংসনীয়।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “মেধা আল্লাহর দান, পরিশ্রম তোমার দায়িত্ব আর চরিত্রই জীবনের আসল পরিচয়। মেধা তখনই পূর্ণতা পায়, যখন তা নৈতিকতা ও মানবিকতার সঙ্গে যুক্ত হয়।”

অভিভাবকদের উদ্দেশে তিনি সন্তানদের শুধু ভালো ফলাফলের জন্য নয়, সুন্দর মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য দোয়া ও দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানান। শিক্ষকদের ত্যাগ ও নিরলস শ্রমের জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষ অতিথি লন্ডনস্থ রেডব্রিজের নির্বাচিত কাউন্সিলর ও শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকে সভাপতি জনাব কবির মাহমুদ বলেন, “শিক্ষাই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। প্রবাসে থেকেও গ্রামের শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখতে পারা আমাদের জন্য গর্বের। শ্রীধরার মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকতে শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট আগামীতেও শিক্ষা ও মানবকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখবে।”

আরেক বিশেষ অতিথি বাংলাদেশ শিক্ষক সমিতি, বিয়ানীবাজার উপজেলা শাখার সহসভাপতি ও কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম সেলিম বলেন, “গ্রামের কৃতি সন্তানরাই গ্রামের প্রতিটি প্রতিষ্ঠানের উন্নয়নের চালিকাশক্তি। তাঁদের অবদান ভবিষ্যতেও স্মরণীয় হয়ে থাকবে।”

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকের সাবেক সভাপতি ও উপদেষ্টা আলহাজ্ব রফিক উদ্দিন, ট্রাস্টের সাবেক সহ-সভাপতি আব্দুল ছালাম, ট্রাস্টের সহসভাপতি সাহেদ আহমদ, শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মাহমুদা খানম, শ্রীধরা গ্রামের শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আবু নাসের পিন্টু, শ্রীধরা জনমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক গুলজার আহমদ রাহেল, রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের প্রেসিডেন্ট হাসান আহমদ, গণদাবি পরিষদের সেক্রেটারি জয়নুল আবেদিন, পৃষ্ঠপোষক আব্দুল শফিকের সুযোগ্য সন্তান বৃটেন প্রবাসী আব্দুস সামাদ ও আবু কাউসার এবং কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহির উদ্দিন, মাসুক আহমদ প্রমুখ।

পরিশেষে আগন্তুক সিলেট-৬ আসনের পদপ্রার্থী আব্দুন নূর শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে অনুভূতি প্রকাশ করেন।

শেষপর্বে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয় এবং অতিথিবৃন্দ ভবিষ্যতে শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কাউন্সিলর এমাদ আহমদ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট