
পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজার প্রেসক্লাবের আসবাবপত্র ক্রয়ের জন্য বিয়ানীবাজার পৌরসভার নবাং গ্রামের কৃতি সন্তান সমাজসেবক হাজী মুহাম্মদ আব্দুস সবুর আজ শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন।
অনুদানের অর্থ গ্রহণ করেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সেক্রেটারি মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আতাউর রহমান, ম্যাপ টিভির সিইও সৈয়দ মনজুর হোসেন, এনএস টিভির সাংবাদিক এম এ ওমর, শ্যামল সিলেটের বিয়ানীবাজার প্রতিনিধি আমিনুল ইসলাম দিলু এবং সমাজসেবক ও ব্যবসায়ী মো. এমদাদূর রহমান।
প্রেসক্লাব নেতৃবৃন্দ এ অনুদানের জন্য হাজী মুহাম্মদ আব্দুস সবুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিয়ানীবাজার প্রেসক্লাবের সার্বিক কার্যক্রমে তাঁর অবদানের প্রশংসা করেন।-বিজ্ঞপ্তি।