
পঞ্চখণ্ড আই ডেস্ক :
দীর্ঘ ১৯ বছর পর বাবার কবরে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের সময় নীরবতা ও আবেগে ঘেরা এক হৃদয়স্পর্শী মুহূর্তের সৃষ্টি হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে জিয়া উদ্যানে পৌঁছান তারেক রহমান। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের মাধ্যমে তিনি বাবার আত্মার মাগফিরাত কামনা করেন। দীর্ঘ সময় ধরে তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন—যা উপস্থিত নেতাকর্মী ও অনুসারীদের আবেগাহত করে তোলে।
জিয়া উদ্যানে জিয়ারত শেষে তারেক রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
এর আগে, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বিমানবন্দরে পৌঁছালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান। পরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বুলেটপ্রুফ বাসে করে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত সড়কের দুই পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ও বাবার কবর জিয়ারতকে কেন্দ্র করে জিয়া উদ্যান এলাকাতেও বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সেখানে দলের সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দীর্ঘ প্রবাসজীবনের পর তারেক রহমানের এই প্রত্যাবর্তন জনগণের মধ্যে নতুন প্রত্যাশা সৃষ্টি করেছে।”
অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “তার আগমন দেশের রাজনীতিতে চলমান অনিশ্চয়তা কাটাতে ইতিবাচক ভূমিকা রাখবে।”