
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চারখাই তথা পূর্ব সিলেটের প্রখ্যাত হোমিও চিকিৎসক, চারখাই কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি এবং এলাকার অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব ডা. সরওয়ার আহমদ আর নেই। গতকাল রাতে সিলেটস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে চারখাইবাসীসহ সর্বত্র নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আজ (১ ডিসেম্বর) বাদ আছর চারখাই বাজার মসজিদসংলগ্ন মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
পেশাগত জীবনের শুরুতে তিনি ছিলেন এক মেধাবী ও জনপ্রিয় শিক্ষক। পরবর্তীতে মানবসেবায় নিজেকে নিয়োজিত করে হোমিও চিকিৎসা জগতে ব্যাপক সুনাম অর্জন করেন। চারখাই ও সিলেট শহরের তাঁর চেম্বারে দূর-দূরান্তের রোগীরা চিকিৎসার জন্য ভিড় করতেন। তিনি ছিলেন ধর্মপ্রাণ, বিনয়ী এবং তাবলিগ জামাতের নিবেদিত একজন সদস্য।
অতি সম্প্রতি তিনি পবিত্র ওমরাহ হজ্ব পালন করে দেশে ফিরে আসেন।
তাঁর মৃত্যুতে এলাকাবাসী হারালো একজন কৃতিমান ব্যক্তিত্বকে, আর হোমিও চিকিৎসা অঙ্গনে তৈরি হলো অপূরণীয় শূন্যতা।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)–এর শোকবার্তা
ডা. সরওয়ার আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস), বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি আব্দুদ দাইয়ান। এক শোকবার্তায় তিনি বলেন—
“ডা. সরওয়ার আহমদ ছিলেন চারখাই ও পূর্ব সিলেটের একজন আলোকিত মানুষ। তিনি শিক্ষকতা, সমাজসেবা ও চিকিৎসা—প্রতিটি ক্ষেত্রেই সততা, নিষ্ঠা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন গুণী শিক্ষক ও মানবসেবককে হারালাম। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।”
ব্যারিস্টার আবুল কালামের শোকবার্তা
অপর এক শোকবার্তায় ব্যারিস্টার আবুল কালাম গভীর শোক প্রকাশ করে বলেন—
“সরওয়ার স্যারের অকাল মৃত্যু আমার ব্যক্তিগত জীবনেও গভীর শূন্যতা সৃষ্টি করেছে। স্বরবর্ণ শেখা হয়েছিল তাঁর হাত ধরেই। শিক্ষকতা জীবনে তিনি চারখাইয়ের শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলেছেন, আর পরবর্তী সময়টি কাটিয়েছেন মানুষের জীবন বাঁচানো অর্থাৎ চিকিৎসাসেবায় ও দ্বীনি কাজে। চারখাই বায়তুল মুহতরম মসজিদের আমৃত্যু সভাপতি হিসেবে তাঁর অবদান ছিল অনন্য, মসজিদ আধুনিকায়নে তাঁর ভূমিকা এলাকার মানুষ চিরদিন স্মরণ করবে।”
তিনি আরও বলেন—
“স্যার ছিলেন আপাদমস্তক একজন ভালো মানুষ—ভদ্র, নম্র, শান্ত-স্বভাব এবং সবার প্রতি সদাচরণশীল। দ্বীনি কাজে উৎসাহ প্রদান এবং তাবলীগ জামাতের প্রসারে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মানুষের মৃত্যু চারখাইবাসীর জন্য অপূরণীয় ক্ষতি।” অন্তরে ব্যথা প্রকাশ করে তিনি বলেন—
“স্যারকে ঘিরে অনেক পরিকল্পনা ছিল, অনেক কাজই অসম্পূর্ণ রয়ে গেল। তাঁর মৃত্যুসংবাদ পেয়ে বিশ্বাস করতে পারিনি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দান করুন।”