1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটে নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে CCS-এর সৌজন্য সাক্ষাৎ : ভেজাল দমনে কঠোর পদক্ষেপের আশ্বাস মানুষের খোঁজে মানুষ : আতাউর রহমান নুরের ওপর হামলার নিন্দা, পুলিশের সংস্কারের ডাক— বিজয়নগরে এনসিপি নেতা হাসনাত ভিপি নূরসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিয়ানীবাজারে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল গুরুতর আহত নুরুল হক নুর, ঢামেকে ভর্তি জুলাই গণ–অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতি নিয়ে ড. কামাল হোসেনের সতর্কবার্তা — “অশুভ শক্তিকে দমন না করলে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে”। অবসরপ্রাপ্ত শিক্ষকদের ন্যায্য পাওনা দ্রুত নিশ্চিতকরণের পদক্ষেপ জরুরি বাগবাড়ী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ‘মঞ্চ ৭১’-এর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা : সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আটক আঞ্জুমানে হেফাজতে ইসলামের বিয়ানীবাজার উপজেলা কমিটি গঠিত

মানুষের খোঁজে মানুষ : আতাউর রহমান

আতাউর রহমান
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

আতাউর রহমান :
আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষ। শক্তি ও আকৃতিতে মানুষ একমাত্র নয়—হাতি, সিংহ কিংবা তিমিও প্রবল। তবুও মানুষই বিবেক ও সৃজনশীলতার গুণে শ্রেষ্ঠ। এই বোধ দিয়ে সভ্যতার পথে অনেকদূর এগিয়েছে মানবজাতি। কিন্তু প্রযুক্তির শীর্ষে পৌঁছেও মানবিকতার পতাকা আজ বারবার মাটিতে লুটিয়ে পড়ছে। প্রশ্ন জাগে—আমরা কি সত্যিই মানুষ হয়েছি? মানুষ হব কবে?

● মানুষের ভেতরে পশুত্ব

প্রাণী প্রবৃত্তির বশে চলে, কিন্তু মানুষ জেনেশুনে অন্যায় করে। পিঁপড়া আরেক পিঁপড়াকে অকারণে হত্যা করে না, বাঘ শিকার ভাগাভাগি করতে জোরাজুরি করে না। অথচ মানুষ সামান্য স্বার্থে ভাইয়ে ভাইয়ে সংঘাত বাঁধায়, ধর্ম ও রাজনীতির নামে হানাহানি সৃষ্টি করে।

● মানুষের দাম কমছে, বৈষম্য বাড়ছে

মানুষ জন্মগতভাবে স্বাধীন হলেও সমাজতন্ত্র, গণতন্ত্র ও রাষ্ট্রনীতির অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ। দ্রব্যমূল্য আকাশছোঁয়া—চাল, ডাল, তেল, গ্যাস সবকিছুর দাম বেড়েছে; কিন্তু শ্রমের ন্যায্য মূল্য মেলেনি। বিশ্বব্যাংকের ২০২৩ সালের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের শীর্ষ ১ শতাংশ মানুষের হাতে মোট সম্পদের প্রায় ৪৪ শতাংশ। ধনী-দরিদ্রের এই বৈষম্য সাধারণ মানুষকে অবমূল্যায়িত করছে।

● দুপুরে সমাজসেবী, রাতে ভোগ–বিলাসী

আজ রাজনীতির মঞ্চে মতাদর্শের পরিবর্তন খেলনা বদলানোর মতো সহজ। মিথ্যাকে আড়াল করা, অপরাধকে প্রশ্রয় দেওয়া এবং স্বার্থের সিঁড়িতে চড়ে খ্যাতি কুড়ানোই যেন নিয়ম। দিনের আলোয় সমাজসেবীর মুখোশ, রাতের আঁধারে ভোগ–বিলাসের আসর—এ কোন মানুষত্ব?

● আধুনিকতার নেশায় প্রকৃতি বিপন্ন

অতিভোগবিলাসে মানুষ প্রকৃতিকেও ধ্বংস করছে। কলকারখানার ধোঁয়া আকাশ ঢেকে দিচ্ছে, নদী–পুকুর ভরাট হচ্ছে, পাহাড়–জঙ্গল উজাড় হচ্ছে অর্থলোভে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (UNEP) ২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের গড় তাপমাত্রা প্রাক্‌–শিল্পযুগের তুলনায় প্রায় ১.২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এর ফলে ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, খরা, দাবদাহ বেড়েছে। এবছর সিলেট-সুনামগঞ্জে ভয়াবহ বন্যা, ইউরোপের দাবানল আর আফ্রিকার খাদ্যসংকট—সব একই মানবসৃষ্ট সংকটের ফল।

● বিশ্বজুড়ে রক্তপাত—মানবতা কোথায়?

২০২৪–২৫ সালেই আমরা দেখেছি ইউক্রেনে রাশিয়া–নাটোর যুদ্ধ, গাজায় হামলা, সুদানে গৃহযুদ্ধ, মিয়ানমারে সেনা দমননীতি—প্রতিদিন হাজারো মানুষ মারা যাচ্ছে। জাতিসংঘের তথ্যমতে, বিশ্বে বর্তমানে ১১ কোটি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ। সত্য বললে মানুষ ‘পাগল’ তকমা পায়, চুপ থাকলে হয় ‘বোবা’, আর ভারসাম্য রাখলে বলে ‘সেয়ানা’। তাহলে মানুষ যাবে কোন পথে?

● মানুষ হও, মানবতা বাঁচাও

আমরা কি ভুলতে বসেছি কবি সত্যেন্দ্রনাথ দত্তের সেই উচ্চারণ—

“জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি।”

কিন্তু বাস্তবে মানুষ আজ নানা বিভাজনে খণ্ডিত—ধর্মে, মতাদর্শে, অর্থে, ক্ষমতায়। তবুও আশা আছে—মানুষের মধ্যে বিবেক আছে, হৃদয় আছে, ভালোবাসার ক্ষমতা আছে। যদি মানুষ সত্যিকারের মানুষ হতে শেখে—হিংসা, বিদ্বেষ, লোভ, প্রতারণা দূরে সরিয়ে মানবিকতার পথে ফিরে আসে—তাহলেই বিশ্বে শান্তি ফিরবে, প্রকৃতি বাঁচবে, মানবতা টিকবে।

সভ্যতার অহংকারে আমরা যেন নিজেরাই নিজেদের ধ্বংসের পথে ঠেলে না দিই। আজকের শিক্ষা হোক—মানুষ হও, মানবতা বাঁচাও।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট