1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ছুটি বনাম পাঠদান: ২০২৬ শিক্ষাবর্ষে ছুটি কমলো ১২ দিন, রমজানে আংশিক ক্লাসে শিক্ষক অসন্তোষ অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২: বিয়ানীবাজারে নিষিদ্ধ আওয়ামী লীগ–ছাত্রলীগের একাধিক নেতা গ্রেফতার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবরে ইউএনও উম্মে হাবিবা মজুমদারের শ্রদ্ধা বড়লেখায় পূর্ব বিরোধের জেরে নিজ বাড়িতে দুই ভাই খুন, একজন গুরুতর আহত ১৯ বছর পর বাবার কবরে ফিরে আবেগাপ্লুত তারেক রহমান প্রত্যাবর্তনের রাজনীতি — “শেষ ভালো যার, সব ভালো তার” নিষেধাজ্ঞার বলয় পেরিয়ে সিলেটের ছয় আসনের পাঁচটিতে জাতীয় পার্টির প্রার্থী, বদলাচ্ছে ভোটের সমীকরণ ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: সবাইকে নিয়ে নিরাপদ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের সিলেট-৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী আব্দুন নূর প্রাথমিকের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি

সিলেট–শেওলা–সুতারকান্দি ৪-লেন প্রকল্পে জনঅসন্তোষ: বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির হুঁশিয়ারি

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
একনেক কর্তৃক ২০২৩ সালে অনুমোদিত সিলেট–শেওলা–সুতারকান্দি ৪-লেন সড়ক উন্নয়ন প্রকল্পের কাজে দীর্ঘসূত্রিতা ও ভূমি অধিগ্রহণে কালক্ষেপণের প্রতিবাদে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট এর উদ্যোগে ১৪ আগস্ট রাতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সূচনা বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ও সিলেট বারের বিশিষ্ট আইনজীবী জুবের আহমদ খান। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও সিলেটের সাবেক সিভিল সার্জন ডা. ফয়েজ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি, সিলেট বারের সাবেক সভাপতি এবং সকলের শ্রদ্ধাভাজন এডভোকেট ই. ইউ. শহিদুল ইসলাম শাহিন।

এ সভায় বিয়ানীবাজার-গোলাপগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যাংকার ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত থেকে ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় প্রশাসনের উদাসীনতার তীব্র সমালোচনা করে তারা অবিলম্বে প্রকল্প কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান। অন্যথায় উপকারভোগী ৮ উপজেলার জনগণকে নিয়ে পথসভা, ৫–১০ মিনিট দোকান বন্ধ, কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন, সিলেট প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনসহ ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বক্তারা উল্লেখ করেন, স্থানীয় প্রশাসনের গাফিলতিতে এ প্রকল্প বাতিল হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ায় জনপদে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠন নিজস্ব ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামূল হক চৌধুরী, বিএনপির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এড. এমরান আহমদ চৌধুরী, বিএনপি সিলেট মহানগরের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কবির খান, বাংলাদেশের শিক্ষক সমিতির বিয়ানীবাজার শাখার সভাপতি আব্দুদ দাইয়ান, ব্যাংকার আব্দুল আহাদ, রাজনীতিবিদ ফাত্তাহ বক্সী, সমিতির কোষাধ্যক্ষ কবির আহমদ সিদ্দিকী, সদস্য রজ্জাকুজ্জামান চৌধুরী ও অলক শ্যাম প্রমুখ।

সভায় জানানো হয়, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইতোমধ্যে বিভাগীয় কমিশনার ও সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে স্মারকলিপি প্রদান করেছে। নেতৃবৃন্দ অচিরেই গণদাবির বাস্তবায়নে শক্তিশালী কর্মপরিকল্পনা ঘোষণা করবেন এবং বিশেষ করে বিয়ানীবাজার-গোলাপগঞ্জের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

সমিতি ও স্থানীয় জনসাধারণের প্রত্যাশা প্রসঙ্গে সমিতির সাবেক কোষাধ্যক্ষ ছাদ উদ্দিন এক মুঠো বার্তায় জানান — দ্রুত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এ জনপদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট