পঞ্চখণ্ড আই ডেস্ক :
আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিয়ানীবাজার উপজেলা ও ১০টি ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্দ্বিতার জন্য সাংগঠনিকভাবে প্রার্থী মনোনীত করেছে স্থানীয় জামায়াতে ইসলামী। দলটি নির্বাচনের আগেভাগেই মাঠ গোছাতে মনোনীতদের নিজ এলাকায় কাজ শুরু করার পরামর্শ দিয়েছে।
সূত্র জানায়, উপজেলা চেয়ারম্যান পদে স্থানীয় আমীর মাও. ফয়জুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে সেক্রেটারি মাও. কাজী আবুল কাসেম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাহানা ফেরদৌসীকে মনোনীত করা হয়েছে। এছাড়া আলীনগরে আহমেদুর রহমান খান হিনু, চারখাইয়ে মাও. আমীর হোসাইন চৌধুরী, দুবাগে মাহতাব উদ্দিন, মাথিউরায় মাও. সাব্বির আহমদ খাঁন, মুড়িয়ায় বর্তমান চেয়ারম্যান ফরিদ আল মামুন এবং লাউতায় বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে প্রার্থী করা হয়েছে।
পৌরসভা ও শেওলা, কুড়ারবাজার, তিলপাড়া ও মোল্লাপুর ইউনিয়নে প্রার্থীর নাম পরবর্তীতে ঘোষণা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।