1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা “বাপে পুতে মিল্লা, দেশটা খাইসে গিল্লা!”: এক উপদেষ্টার ছত্রছায়ার নেপথ্য কাহিনি পিতৃপরিচয়ের জন্য কবর খুঁড়ে টিকরপাড়ায় উত্তোলন হলো দুইদিন বয়সী নবজাতকের মরদেহ বিরোধ ও সমঝোতার দ্বন্দ্বেই এগোচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ রাজনৈতিক পালাবদলে বিয়ানীবাজার-গোলাপগঞ্জে বিএনপির মনোনয়ন যুদ্ধ চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ‘সমন্বয়ক’ রিয়াদের উত্থান নিয়ে এলাকায় গুঞ্জন সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এডভোকেট জাহিদুর রহমান আত্মবিরোধিতার রাজনীতি : হাসিনা বিরোধিতা বনাম কাঠামোগত ফ্যাসিবাদ অষ্টম ও পঞ্চম শ্রেণিতে পুনরায় চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা পুরান দুবাগের ক্যান্সার রোগীকে রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের আর্থিক সহায়তা

অরুণাচল-মায়ানমার সীমান্তে ফের উত্তেজনা : সেনা অভিযানে নিহত দুই এনএসসিএন (খাপলাং-ইউংআং) বিদ্রোহী

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : আবার উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশের মায়ানমার সীমান্ত। শুক্রবার (৬ জুন) থেকে টানা দফায় দফায় গুলির লড়াইয়ে অন্তত দু’জন এনএসসিএন (খাপলাং-ইউংআং) গোষ্ঠীর বিদ্রোহীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।

সেনা সূত্রে জানা গেছে, অরুণাচলের লংডিং জেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে নিয়মিত টহলের সময় যৌথ বাহিনী — সেনা ও আসাম রাইফেল্‌স — হঠাৎ করে হামলার মুখে পড়ে। এরপর দ্রুত এলাকায় অতিরিক্ত বাহিনী পাঠানো হয় এবং পাল্টা অভিযানে নিহত হয় দুই বিদ্রোহী। ভারতীয় সেনাদের দাবি, গুলির লড়াইয়ের পর নিহতদের দেহ ফেলে পালিয়ে যায় অন্য বিদ্রোহীরা।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একে-৪৭ ও এম-৪ মডেলের আধুনিক স্বয়ংক্রিয় রাইফেল এবং একটি গ্রেনেড লঞ্চার।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ড, মণিপুর ও অরুণাচলের সঙ্গে মায়ানমারের রয়েছে প্রায় ১৬৪৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। এর মধ্যে অরুণাচল-মায়ানমার সীমান্ত প্রায় ৫০০ কিলোমিটার। মায়ানমারে চলমান গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতায় এই সীমান্তবর্তী অঞ্চলে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা বাড়তে থাকায় নজরদারি আরও জোরদার করেছে ভারতীয় সেনাবাহিনী।

প্রসঙ্গত, নাগাল্যান্ড ও মণিপুরে সক্রিয় এনএসসিএন (আইএম) গোষ্ঠীর সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের সংঘর্ষবিরতি চুক্তি বহাল রয়েছে। তবে মায়ানমার সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় এনএসসিএন (খাপলাং) গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের ঘটনা বিগত কয়েক বছর ধরেই নিয়মিত হয়ে উঠেছে।

উল্লেখযোগ্য, ২০১৭ সালে সংগঠনটির প্রধান এসএস খাপলাং মায়ানমারে মৃত্যুবরণ করেন। এরপর গোষ্ঠীটি বিভক্ত হয়ে বেশ কয়েকটি শাখায় রূপ নেয়, যার মধ্যে অন্যতম হলো ইউংআং নেতৃত্বাধীন বর্তমান সক্রিয় অংশটি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট