1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী এমরান আহমদ চৌধুরী, জল্পনার অবসান ফেইক আইডি ও আধুনিক মুনাফিকির অদৃশ্য আসামিরা “গদির জন্য নয়, দীনের খেদমতের জন্য রাজনীতি—ফুলতলীর আওলাদরা কওমের পাহারাদার” : আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী “জ্ঞানের আলোয় আলোকিত হোক এই জনপদ” — চারখাইয়ে ২৯ শিক্ষার্থীর মাঝে স্কলারশিপ প্রদান আল্লামা ফুলতলী ছাহেব (র.)-এর ১৮তম ঈসালে সওয়াব মাহফিল সম্পন্ন || বালাই হাওরে লাখো ভক্ত-আশিকানের ঢল সিলেট-৫ ও সিলেট-৬ আসনে বিএনপি–জমিয়ত সমঝোতায় টানাপোড়েন, জটিল হচ্ছে ভোটের সমীকরণ অপপ্রচার ও কুৎসা রটনার বিরুদ্ধে প্রতিবাদ; ফেসবুকে বক্তব্য দিলেন চেয়ারম্যান হাজী আব্দুল মান্নান শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনি সমাবেশ নিষিদ্ধ শিক্ষার্থীর ভবিষ্যৎ এবং অভিভাবকের দায়িত্ব: নম্বরের বাইরে তাকানোর শিক্ষা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান-সহপ্রধান নিয়োগে আসছে নতুন পরিপত্র

সাংবাদিক তুরাব স্মরণে বিয়ানীবাজার প্রেসক্লাবের দোয়া মাহফিল: দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী

মিছবাহ উদ্দিন, সংবাদ দাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

মিছবাহ উদ্দিন: বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এটিএম তুরাব (আবু তাহের মোহাম্মদ তুরাব)-এর মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক তুরাবের মর্মান্তিক মৃত্যু ও কর্মময় জীবন নিয়ে অনুভূতি প্রকাশ করেন স্থানীয় সাংবাদিকরা। তারা বলেন, গত ১৯ জুলাই শুক্রবার সিলেটের কোর্ট পয়েন্টে পেশাগত দায়িত্বপালনের সময় পুলিশের ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে রক্তক্ষরণে মারা যান বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য এটিএম তোরাব। এ সময় এটিএম তোরাব প্রেস লিখা জ্যাকেট পরিহিত ছিলেন। সেই সাংবাদিকের শরীর ক্ষতবিক্ষত করে দেয় পুলিশের ছুড়া ৯৬ টি স্প্রিন্টার। পেশাগত দায়িত্বকালে এমন নৃশংসতা মেনে নেয়া যায়না। তারা তুরাব হত্যার ঘটনার নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

বিয়ানীবাজার প্রেসক্লাব কার্যালয়ে মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে সংগঠনের সভাপতি সজীব ভট্রাচার্যের সভাপতিত্বে ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয়ের সঞ্চালনায় অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি, শিক্ষাবিদ আতাউর রহমান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসানুল হক উজ্জ্বল, সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম ও সংগ্রাম প্রতিনিধি আব্দুল হামিদ প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি হাসান শাহরিয়ার, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, বায়তুল হিকমাহ পাঠাগারের আহবায়ক সালেহ আহমদ, সাবেক সংবাদকর্মী খসরুল হক, প্রেসক্লাব সদস্য আবুল হাসান, ম্যাপ টিভির সিইও সৈয়দ মুনজের হোসেন বাবু, আমাদের সময় প্রতিনিধি সামিয়ান হাসান, আমার সংবাদ প্রতিনিধি জসীম উদ্দিন, শুভ প্রতিদিন প্রতিনিধি মিছবাহ উদ্দিন, বিজয়ের কন্ঠ’র স্টাফ রিপোর্টার ও কবি সাদিক হোসেন এপলু, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ ওমর, সাধারণ সম্পাদক আমিনুল হক দিলু, বিয়ানীবাজার টিভির সিইও আহমদ এহসানুল কাদির, দিবালোক’র ষ্টাফ রিপোর্টার ইমাম হাসনাত সাজু, এসআরআই টিভির রুহেল আহমদ, ম্যাপ টিভির মুশফাকুর রহমান, আলম শাওন, সুয়েব আহমদ প্রমুখ।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বিয়ানীবাজার পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা হুমায়ুন রশীদ জাঈদী ও ক্বারী আমির উদ্দিন।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য নিহত এটিএম তোরাব, বিয়ানীবাজার প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি মরহুম আব্দুর রহিম মাস্টারের পুত্র। তার বাড়ি বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর গ্রামে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট