1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট: তফসিল ঘোষণা করলেন সিইসি সিলেটে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল বিয়ানীবাজার—মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ বন্ধু কর্তৃক বন্ধু খুন: বিয়ানীবাজারে আইফোনের লোভে নির্মম হত্যাকাণ্ড আন নুর ইসলামিক কিন্ডার গার্ডেনে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আজ বিয়ানীবাজার মুক্ত দিবস নীরবতার শক্তি: আত্মশুদ্ধি ও সামাজিক শান্তির পথ কঠোর ভিসা নীতিতে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো: বাংলাদেশ–পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তি কার্যত বন্ধ বিয়ানীবাজার উপজেলা স্কাউট সভাপতি ইউএনও গোলাম মুস্তাফা মুন্নার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আসন্ন জাতীয় নির্বাচনে আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি বিয়ানীবাজারে ইউএনও’র বিদায় সংবর্ধনা—শিক্ষক সমাজের সম্মাননা ও শুভেচ্ছা

আজ শোকাবহ ১৫ আগস্ট

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : আজ শোকাবহ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে বিপথগামী সেনা কর্মকর্তারা সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। ইতিহাসের এই জঘন্যতম হত্যাকাণ্ডে বাংলাদেশসহ বিশ্ববাসীও হতবিহ্বল হয়ে পড়ে। এরপর থেকে আওয়ামী লীগের শাসনামলে ১৫ আগস্ট অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়ে আসছে।

জাতীয় শোক দিবস হিসেবে ১৫ আগস্ট ছিল সরকারি ছুটি। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ছুটি বাতিল করেছে। তবুও বীর মুক্তিযোদ্ধা, ১৫ আগস্টের প্রতিরোধযোদ্ধা এবং আওয়ামী লীগ এই দিনটি পালন করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

দিনটি উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বীর মুক্তিযোদ্ধা, লেখক, সংস্কৃতিকর্মী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়াও বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও নিহত অন্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করার পরিকল্পনা রয়েছে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালাপের অডিও ভাইরাল হয়েছে। সেই অডিওতে ১৫ আগস্ট নেতাকর্মীদের ঢাকায় এসে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। শেখ হাসিনারপুত্র সজীব ওয়াজেদ জয়ও শান্তিশৃঙ্খলভাবে শোক দিবস পালনের নির্দেশনা দিয়েছেন। এ ছাড়াও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের বিক্ষোভ ও মঙ্গলবারের সংবাদ সম্মেলনের মাধ্যমেও তার কর্মসূচি গ্রহণ করেছে। যদিও দলের কেন্দ্রীয় কোনো নেতা বা দপ্তর থেকে কোনো বিবৃতি বা সংবাদ বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।

গতকাল বুধবার থেকে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নিয়েছেন অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আছি ধানমন্ডি ৩২। হোক সব হত্যার, সব নৈরাজ্যের বিচার। বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার, আছি। আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস।’

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট