1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
রোটারি ক্লাব বিয়ানীবাজারের সাপ্তাহিক সভা অনুষ্ঠিত: কাউন্সিলর কবির মাহমুদের উপস্থিতিতে তিনটি প্রজেক্ট বাস্তবায়ন রিকশাচালক রনির মায়ের ঘরে ফেরার গল্প: জুলাই অভ্যুত্থানের শহীদের পরিবারে নতুন আলো সিলেট চেম্বার নির্বাচন স্থগিত স্বপ্নপথের জয়যাত্রা: বিকেএসপি’র মঞ্চে সিলেটের গৌরব—সাকিব ও মাহিন আগামীকাল (২৭ অক্টোবর) এমপিও বিল দাখিলের শেষ দিন: অনলাইনে জমা দিতে হবে তথ্য ও বেতন বিল নামজারি লাগবে না: স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় দ্রুত ভূমি হস্তান্তর বিএনপিতে হঠাৎ কেন গুরুত্বপূর্ণ হুমায়ুন কবির? প্রধান শিক্ষক মঞ্জুরুল হকের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ জন্ম ও মৃত্যু নিবন্ধন বাধ্যবাধকতা : সাত দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ টিকিটের পেছনে টাকার খেলা: সিলেট স্টেশনে র‍্যাবের অভিযানে উন্মোচিত কালোবাজারি সিন্ডিকেট

কীসের মাপে দেশ বিক্রি হয়, সেই প্রশ্ন প্রধানমন্ত্রীর

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

কীসের মাধ্যমে দেশ বিক্রি হয়- সমালোচনাকারীদের কাছে সেই প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা বলে দেশে বিক্রি হয়ে যাচ্ছে, তারা বলুক বিক্রিটা কীসের মাপে হচ্ছে? মাপটা কীসের মাধ্যমে হচ্ছে?

মঙ্গলবার বেলা ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী সাম্প্রতিক ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে তিনি এমন প্রশ্ন রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে স্বাধীন দেশ, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি। সারাবিশ্বে একটিমাত্র মিত্র শক্তি ভারত, যারা আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে আমাদের স্বাধীন করে দিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশেই কোনো দেশ যুদ্ধে সহযোগিতা করতে এলে তারা সেখানেই থেকে যায়। বিজয়ী হওয়ার পরও তারা দেশ ছাড়ে না। এরকম অসংখ্য নজির আমরা দেখেছি। অথচ ভারত আমাদের মিত্র হিসেবে যুদ্ধ করেছে এবং জাতির পিতার আহ্বানে আবার তারা ফিরেও গেছে।

তিনি বলেন, আমরা যুদ্ধ করে স্বাধীন দেশ পেয়েছি। তাহলে বাংলাদেশ কীভাবে বিক্রি হয়? আমি বলব, যারাই বলছে দেশ বিক্রি হয়ে যাচ্ছে, তারাই বরং দেশকে বিক্রি করতে চেয়েছে। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রেখেছি। এখন যারা দেশ বিক্রির কথা বলে, তারাই মুক্তিযদ্ধের সময় পাকিস্তানের দালালি করেছে।

বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেলপথ ব্যবহারের সমালোচনা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এটা নিয়ে কেন সমালোচনা হচ্ছে আমি বুঝতে পারছি না। ইউরোপে তো এক দেশের সঙ্গে অন্য দেশের কোনো বর্ডার নেই, তারা কি বিক্রি হয়ে গেছে? এতে বরং তাদের যোগাযোগ সুবিধা বেড়েছে। ব্যবসা-বাণিজ্য বেড়েছে।

তিনি আরও বলেন, রেলপথ ব্যবহারের ফলে আমাদের ব্যবসা-বাণিজ্য সহজ হচ্ছে। ওইসব এলাকার মানুষের জন্য যোগাযোগ সহজ হচ্ছে। ইউরোপে তো বর্ডারই নেই, তারা কি তাহলে বিক্রি করে দিচ্ছে? প্রত্যেকটা দেশই তো স্বাধীন দেশ, তারা তো বিক্রি হয়নি। তাহলে সাউথ এশিয়ায় কেন এটা বাধা হয়ে থাকবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট