1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
মানুষের খোঁজে মানুষ : আতাউর রহমান নুরের ওপর হামলার নিন্দা, পুলিশের সংস্কারের ডাক— বিজয়নগরে এনসিপি নেতা হাসনাত ভিপি নূরসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিয়ানীবাজারে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল গুরুতর আহত নুরুল হক নুর, ঢামেকে ভর্তি জুলাই গণ–অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতি নিয়ে ড. কামাল হোসেনের সতর্কবার্তা — “অশুভ শক্তিকে দমন না করলে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে”। অবসরপ্রাপ্ত শিক্ষকদের ন্যায্য পাওনা দ্রুত নিশ্চিতকরণের পদক্ষেপ জরুরি বাগবাড়ী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ‘মঞ্চ ৭১’-এর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা : সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আটক আঞ্জুমানে হেফাজতে ইসলামের বিয়ানীবাজার উপজেলা কমিটি গঠিত চারখাই ইউনিয়নের মেঘার খালের উপর ব্রীজ নির্মাণের দাবি—উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বিয়ানীবাজার শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিলো আজাদ চৌধুরী একাডেমি

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজার শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিলো আজাদ চৌধুরী একাডেমি। বিয়ানীবাজারের ইতিহাসে এ উদ্যোগ এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।

আজাদ চৌধুরী একাডেমির প্রধান পৃষ্ঠপোষক আজাদ চৌধুরী সুদূর প্রবাস থেকে কনফারেন্সের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকদের সফলতা কামনা করেন। এ সময় তাঁর রচিত “বিন্দু থেকে বৃত্ত” বইটি সকলের হাতে তুলে দেন।

রোববার (৯ জুন) আজাদ একাডেমির কনফারেন্স কক্ষে ৩৪ জন শিক্ষক-শিক্ষানুরাগীকে সম্মাননা দেয়া হয়। এ সম্মাননার জবাবে সংবর্ধিত শিক্ষকরা বলেন, বিয়ানীবাজারের ইতিহাসে কোন প্রতিষ্ঠান কতৃক এমন উদ্যোগ বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। উপস্থিত সকলেই আজাদ একাডেমির এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

আজাদ একাডেমির প্রধান শিক্ষক শাহেদ আহমদ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মৌলুদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বাশিস কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শিক্ষাবিদ মজির উদ্দিন আনসার, বিয়ানীবাজার প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি শিক্ষাবিদ ও গবেষক আতাউর রহমান, একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা শিক্ষক সমিতি (বাশিস)’র নবনির্বাচিত সভাপতি, জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান, সহসভাপতি, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মালিক, নালবহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল আহমদ, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম সেলিম, বাশিস সচিব, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক অসীমকান্তি তালুকদার, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ললিত মোহন বিশ্বাস, সৈয়দ নবীব আলী কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বিশিষ্ট সমাজসেবী আহমদুর রহমান খান হীনু প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে ডি এম হাই স্কুলের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মোল্লা, ইউপি সদস্য আব্দুল আহাদ, আজাদ চৌধুরী একাডেমি পরিচালনা কমিটির সদস্য মনজুর আহমদ চৌধুরী, শিক্ষক ও সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, বাশিস সভাপতি আবু তাহের, প্রধান শিক্ষক মীর মুহাম্মদ, দেউলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিফতা উল বার চৌধুরী, গোবিন্দ শ্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, শেওলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, বাশিস অর্থ সচিব মো. মিছবাহ উদ্দিন, জলঢুল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মুছব্বির, সমাজসেবী আব্দুল বাছিতসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

বক্তাগন বলেন, শিক্ষক নেতৃবৃন্দ পেশাদারিত্বের উদ্দেশ্য বাস্তবায়ন করার কাজ করবেন। আর শিক্ষকনেতা সাধারণ শিক্ষকদের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তুলবেন।

অতিথিগন বলেন, শিক্ষকরা হলেন উন্মেষ ঘটানোর কারিগর। শিক্ষক নিজে কোন বাদশাহ বা অফিসার নহেন; কিন্তু শিক্ষকরা হলেন বাদশাহ/অফিসার বানানোর অন্যতম কারিগর।

প্রধান অতিথি মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান বলেন, এ ধরনের অনুষ্ঠান পেশাদার শিক্ষকদেরকে নিশ্চয়ই উৎসাহিত করবে। সমিতির কার্যক্রম চলবে শিক্ষকদের কল্যাণে। শিক্ষকদের কথা বলার জন্য এরকম আয়োজন করে শেয়ারিং করা গুরুত্বপূর্ণ বিষয়।

আজাদ একাডেমির সিনিয়র শিক্ষক সাব্বির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাডেমির শিক্ষক খাইরুল ইসলাম।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট