
পঞ্চখণ্ড আই শিক্ষা ডেস্ক:
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে নতুন পদ্ধতি চূড়ান্ত করা হয়েছে। এ সংক্রান্ত একটি পরিপত্র মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, এখন থেকে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ সুপারিশ দেবে এনটিআরসিএ। এই নিয়োগ কার্যক্রমে প্রার্থীদের লিখিত, বাছাই ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।
নম্বর বণ্টন ও পাস নম্বর
* লিখিত ও বাছাই পরীক্ষা: ৮০ নম্বর
* শিক্ষাগত যোগ্যতা সনদ: ১২ নম্বর
* মৌখিক পরীক্ষা: ৮ নম্বর
* মোট পাস নম্বর: ন্যূনতম ৪০ শতাংশ
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে পদভিত্তিক শূন্যপদের সর্বোচ্চ ৩ গুণ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। লিখিত ও মৌখিক—উভয় পরীক্ষাতেই আলাদাভাবে ৪০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।
১৩,৫৯৯ শূন্যপদে নিয়োগ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বমোট ১৩ হাজার ৫৯৯টি শূন্যপদে নিয়োগের জন্য খুব শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।
পছন্দক্রমে নিয়োগ সুপারিশ
উত্তীর্ণ প্রার্থীরা অনলাইনে সর্বোচ্চ ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে পছন্দক্রম দিতে পারবেন। মেধাক্রম ও পছন্দের ভিত্তিতে শূন্যপদের বিপরীতে ১:১ অনুপাতে নিয়োগ সুপারিশ করা হবে। প্রয়োজনে ‘Other option’-এর মাধ্যমে পছন্দ বহির্ভূত প্রতিষ্ঠানেও সম্মতি দেওয়ার সুযোগ থাকবে।
নিয়োগপত্র ও যোগদান
এনটিআরসিএ নিয়োগ সুপারিশ পাঠানোর পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ১ মাসের মধ্যে নিয়োগপত্র প্রদান করতে হবে।
অযোগ্যতা
ফৌজদারি মামলায় আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত অথবা বিভাগীয় মামলায় দণ্ডিত কোনো প্রার্থী এই নিয়োগ কার্যক্রমে অযোগ্য বলে বিবেচিত হবেন।