
গোলাম মোস্তফা মুন্না’র বিদায় সংবর্ধনা
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্না–এর বিদায় উপলক্ষে আজ ৩ ডিসেম্বর ২০২৫ (বুধবার) সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, মানবিকতা ও দায়িত্বশীল প্রশাসনিক ভূমিকা স্মরণ করে বক্তারা তাঁর আগামীর কর্মজীবনের সাফল্য কামনা করেন। সংবর্ধনা পর্বে ফুলেল শুভেচ্ছা, স্মারক প্রদান ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরও বর্ণিল হয়ে ওঠে।
এদিকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান সহ বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)–এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনের মধ্যে উপস্থিত ছিলেন—খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক ও বাশিস’র সিনিয়র সহ–সভাপতি আব্দুল মালিক, বাশিসের সচিব ও বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ অসীম কান্তি তালুকদার, পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হেকিম, পাতন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাশিসের সহ–সভাপতি আবু তাহের, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ–সভাপতি নুরুল আলম সেলিম, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ–সভাপতি মীর মোহাম্মদ, লাউতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন, জলঢুপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুছব্বির, বাগবাড়ি মডেল স্কুলের প্রধান শিক্ষক ও প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান, মুল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ চক্রবর্তী, পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আহমদ, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বাশিসের অতিরিক্ত সচিব ললিত মোহন বিশ্বাস, বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দপ্তর সম্পাদক রত্নময় দাস, কুড়ারবাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও যুগ্ম–সচিব আতিকুল ইসলাম; শেওলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও যুগ্ম–সচিব মঞ্জুরুল হক, দুবগ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সাংস্কৃতিক সম্পাদক আ. ন. ম. শফিউল আলম, কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফুর রহমান, দুবাগ আইডিয়াল একাডেমির সহকারী প্রধান শিক্ষক আবু মুসা, মাথিউরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাশিসের প্রচার ও স্কাউট সম্পাদক নজমুল ইসলাম, খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফসা বেগম; মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউট ব্যক্তিত্ব ফাহিম স্যার; কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহির উদ্দিন প্রমুখ।