
দূরত্ব, ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে স্থানীয়দের আকুল আবেদন — জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে কলেজ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক চিঠি
পঞ্চখণ্ড আই ডেস্ক :
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) কোর্সের ভর্তি পরীক্ষা বিয়ানীবাজার সরকারি কলেজেই আয়োজনের দাবিতে জোরালো সাড়া তৈরি হয়েছে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে। কলেজ কর্তৃপক্ষ ইতোমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট কেন্দ্র স্থাপনের জন্য আনুষ্ঠানিক আবেদন পাঠিয়েছে।
২৫ নভেম্বর কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদ স্বাক্ষরিত স্মারকে উল্লেখ করা হয়, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৮৮ সালে জাতীয়করণ হওয়া বিয়ানীবাজার সরকারি কলেজ পূর্ব সিলেটের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন বিষয়ে স্নাতক (সম্মান) এবং পরবর্তী সময়ে স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। বর্তমানে বাংলা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ইংরেজি ও দর্শন বিষয়ে সম্মান কোর্স পরিচালিত হচ্ছে।
অধ্যক্ষ জানান, গত শিক্ষাবর্ষে (২০২৪-২০২৫) অনার্স ১ম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রায় ২ হাজার শিক্ষার্থী আবেদন করেন এবং চলতি বছরেও একই সংখ্যক আবেদনকারী থাকার সম্ভাবনা রয়েছে। কলেজটির পর্যাপ্ত অবকাঠামো ও সক্ষমতা থাকায় সহজেই এ সংখ্যক পরীক্ষার্থীকে ধারণ করে পরীক্ষা গ্রহণ করা সম্ভব।
কর্তৃপক্ষ আরও জানায়, বিয়ানীবাজার থেকে সিলেট শহরের দূরত্ব প্রায় ৫৮ কিলোমিটার হওয়ায় শিক্ষার্থীদের সিলেট কেন্দ্র পর্যন্ত যাতায়াত করতে হয়, যা তাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের উদ্বেগ বাড়ছে। এমনকি গেল পরীক্ষার সময় একজন নারী শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনাও স্মারকে উল্লেখ করা হয়।
এ অবস্থায় কলেজ কর্তৃপক্ষ মনে করে, স্থানীয়ভাবে পরীক্ষা কেন্দ্র স্থাপন করলে দুর্ঘটনার ঝুঁকি কমবে, সময় ও অর্থ সাশ্রয় হবে এবং পরীক্ষার্থীদের উপস্থিতি বাড়বে। এলাকাবাসী ও শিক্ষার্থী-অভিভাবকদের বহুদিনের দাবির প্রেক্ষিতেও বিষয়টি গুরুত্ব রাখে।
চিঠির অনুলিপি জেলা প্রশাসক, সিলেট; উপজেলা নির্বাহী অফিসার, বিয়ানীবাজার; এবং কলেজের সংরক্ষণ নথিতে প্রেরণ করা হয়েছে।
এদিকে কেন্দ্র স্থাপনের দাবিতে বিয়ানীবাজারের দেশী-প্রবাসীদের মাঝে যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। শিক্ষা-বান্ধব উদ্যোগ হিসেবে অনেকে দাবি বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্রুত সিদ্ধান্ত প্রত্যাশা করেছেন।