
সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় নবাবী মসজিদের পাশে গাড়ি মেরামতের একটি ওয়ার্কশপ ও আশপাশের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে নোহা, মাইক্রোবাস, পুলিশের পিকআপসহ মোট ১৩টি যানবাহন পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
গত রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট টানা ১ ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস সিলেটের বিভাগীয় সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভুইয়া জানান, আগুন লাগার খবর পাওয়ার পর প্রথমে তিনটি ইউনিট পাঠানো হয়, পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মোট আটটি ইউনিট কাজ করেছে। তিনি জানান, দোকানে থাকা ১০টি গাড়ি ও ৩টি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। সম্ভাব্য কারণ হিসেবে শর্টসার্কিটকে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, তবে তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।
সরেজমিন দেখা যায়, ‘ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’ নামের গাড়ি মেরামত, ডেন্টিং ও পেইন্টিংয়ের দোকানটি পুরোপুরি ভস্মীভূত হয়েছে। আগুনে দোকানের ভেতরে থাকা গাড়িগুলোর ইঞ্জিন সিলিন্ডার বিস্ফোরিত হয়। পাশাপাশি আশপাশের দুটি ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সমন্বিতভাবে কাজ করেছে। প্রাথমিকভাবে যান্ত্রিক বা বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। বিষয়টি পরিকল্পিত নাকি নাশকতা, তা যাচাই করছে পুলিশ।
ফায়ার সার্ভিস জানিয়েছে, মালিক রাতের কারণে উপস্থিত না থাকায় ওয়ার্কশপটি ফাঁকা ছিল। অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।