
বিয়ানীবাজারে একাধিক মামলার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ইমন আহমদ (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌরশহর থেকে তাকে আটক করা হয়।
সুপাতলা এলাকার বাসিন্দা ইমন স্থানীয়ভাবে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের অনুসারী হিসেবে পরিচিত।
বিয়ানীবাজার থানার ওসি আশরাফ উজ্জামান জানান, নিজ দলের একজন নেতাকর্মীকে মারধরের মামলাসহ তার বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা ছিল। পাশাপাশি ৫ আগস্টের ঘটনা পরবর্তী আরও মামলায় তার নাম রয়েছে।