
বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ রোডের খাসা প্রাথমিক বিদ্যালয়ের সামনে গড়ে উঠেছে অস্থায়ী ময়লার ভাগাড়। আশপাশের লোকজন এলোমেলোভাবে আবর্জনা ফেলায় পুরো এলাকা এখন দুর্গন্ধে ভারী ও অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে বিদ্যালয়গামী শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের প্রবেশমুখে বর্জ্যের স্তূপ ছোট ছোট শিক্ষার্থীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। তীব্র দুর্গন্ধ, দূষিত বায়ু ও নোংরা পরিবেশ তাদের প্রতিদিনের যাতায়াতে অসুবিধা সৃষ্টি করছে। দ্রুত ময়লা অপসারণ এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসী মনে করেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ময়লা ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপন, নিয়মিত ময়লা পরিষ্কার এবং পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নতি হলে এমন পরিস্থিতি আর তৈরি হবে না।
নাগরিকদের দাবি— বিয়ানীবাজার পৌরসভা যেন জরুরি ভিত্তিতে ময়লা অপসারণ, বিকল্প বর্জ্য ফেলার স্থান নির্ধারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করে। তাদের মতে, স্কুলের সামনে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শিশুদের সুস্বাস্থ্য ও স্বাভাবিক শিক্ষাযাত্রার জন্য অত্যন্ত জরুরি।
অভিভাবক ও স্থানীয়রা আশা করছেন, পৌরসভার দ্রুত পদক্ষেপে শিক্ষার্থী ও পথচারীদের এই দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।